কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে Chat GPT এর নতুন প্রতিদন্দি DeepSeek A.I

DeepSeek এর পথচলা শুরু হয়েছে মূলত ( হাংঝোউ ডিপসিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসিক টেকনোলজি রিসার্চ কোং, লিমিটেড) এর হাত ধরে । এটি মূলত একটি চীনা প্রতিষ্ঠান যার কার্যালয় হাংঝোউ, চেচিয়াং-এ অবস্থিত । এই কম্পানিটি ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং খুব দ্রুত বিশ্বের বুকে সাড়া ফেলে দেয় ।


কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন এক অধ্যায়  Deepseek A.I আমরা এই ব্লগটি পড়ে যা যা জানতে পারবো ঃ

DeepSeek এর কাজ কী?

Deepseek মূলত একটি ক্রিতিম বুদ্ধিমত্তা যা সাধারনত ফ্রি চ্যাটবট হিসেবে কাজ করে । এর আগেও আমরা Chat GPT  নামক ফ্রি চ্যাটবট এর সাথে পরিচিত হয়েছি, ঠিক একই ভাবে Deeplseek A.I চ্যাটবট কাজ করে থাকে । প্রতিদিনের কাজকে সহজ থেকে সহজতর করতে ক্রিতিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর তুলনা অপরীসিম । কারন অতীতে কোনো কন্টেন্ট লিখতে বা অজানা কিছু জানতে আমাদের ইন্টারনেটে অনেক খুঁজাখুঁজি করতে হতো এবং এতে অনেক সমইয়ের অপচয় হতো কিন্তু এখন আমরা সেই একই তথ্য এক নিমিষে Deepseek অথবা  Chat GPT থেকে পেতে পারি ।

DeepSeek-এর উৎপত্তি 

DeepSeek এর উৎপত্তি হয়েছে একজন তরুণ হেজ ফান্ড উদ্যোক্তা লিয়াং ওয়েনফেং এর হাত ধরে । যুক্তরাষ্টের দ্বারা চীনে Nvidia GPU রপ্তানি নিষিদ্ধ হওয়ার কারনে চীন তাদের প্রযুক্তিতে বিপুল পরিমান জিপিউ ব্যাবহার করতে পারছিল না । ঠিক এই সমস্যা সমাধানের জন্য লিয়াং ওয়েনফেং যুক্তরাষ্ট থেকে প্রায় ১০,০০০ Nvidia GPU সংগ্রহ করেন এবং বিশ্বে সাড়া ফেলানো এক ক্রিতিম বুদ্ধিমত্তা আমাদের উপহার দিয়েছেন । 

DeepSeek এর জনপ্রিয়তা 

Deepseek চ্যাটবোট সর্বপ্রথম ২০২৫ সালের জানুয়ারিতে DeepSeek-R1 মডেলের উপর ভিত্তি করে মার্কেটে প্রকাশিত হয় । যার মূল লক্ষ ছিল আইওএস (IOS) এবং এন্ডোয়েড এর উপর সহজ লভ্যতা । ঠিক এই লক্ষকে বাস্তবায়নের জন্য বিশেষ করে তরুন প্রজন্ম এবং টেকনোলজি প্রেমিক দের কাছে জনপ্রিয় হয়ে উঠে । অ্যাপটি ফ্রি হওয়ার কারনে ২৭ জানুয়ারির মধ্যে Apple স্টোরে সর্বোচ্চ ডাউনলোড হয় যা Chat GPT এর স্থান দখল করে নেয় । DeepSeek-এর এই উত্থান এতটাই বিস্ময়কর হয়ে উঠে যে Nvidia-র শেয়ারের মূল্য ১৮% হ্রাস পায়। বিশেষজ্ঞরা এটিকে ক্রিতিম বুদ্ধিমত্তার বিপ্লব বলে আখ্যায়িত করছেন । 

DeepSeek এর উন্নত প্রযুক্তি ও সহজলভ্যতা 

Deepseek প্রযুক্তিগত দিক থেকে এক বড় ধরনের বিল্পব এনেছে যা পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে । একটি ক্রিতিম বুদ্ধিমত্তা তৈরি করতে Open AI এর মতো জনপ্রিয় কম্পানিকে খরচ করতে হয়েছে ১০০ মিলিয়ন থেকে ১ বিলিয়ন মার্কিন ডলার সেখানে DeepSeek A.I তৈরি করতে খরচ হয়েছে মাত্র ৫.৬ মিলিয়ন মার্কিন ডলার । অন্যান্য আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স তৈরি করতে যা খরচ হয়েছে সেই তুলনায় কম খরচ হলেও DeepSeek অন্যান্যদের থেকে অধিক শক্তিশালি এবং সহজলভ্য । 

চীনের আধুনিক A.I শক্তি  

মার্কিন যুক্তরাষ্টের জিপিউ ( GPU ) রপ্তানিতে নিষেদ্ধাজ্ঞা থাকা সত্যেও চীন DeepSeek  এর মতো অত্যাধুনিক ক্রিতিম বুদ্ধিমত্তা আবিষ্কার করতে সক্ষম হয়েছে এর মাধ্যমে আমরা বুঝতে পারি যদি যুক্তরাষ্টের প্রযুক্তি চীনের রপ্তানি নিষেদ্ধাজ্ঞা না থাকতো তাহলে চীন প্রযুক্তির দিক দিয়ে অনেক অগ্রসর হতে সক্ষম হতো । প্রযুক্তিগত অসুবিধা থকা সত্যেও চীনের এত বড় আবিষ্কার থেকে আমারা তাদের অগ্রগতি লক্ষ করতে পারি । 

পরিশেষে  

Deepseek ইতি মধ্যে সারা বিশ্বে ক্রিতিম বুদ্ধিমত্তার ব্যাপক পরিবর্তন আনা শুরু করেছে । এটি শুধুমাত্র প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকেই গুরুত্বপূর্ণ নয় বরং আমাদের প্রাথ্যিব জীবনে অনেক বড় ভুমিকা আনতে শুরু করেছে এবং DeepSeek এর মতো কিছু ক্রিত্তিম বুদ্ধিমত্তার কারনে সারা বিশ্বে অনেক মানুষ চাকরি হারাবে এবং অনেক কর্মসংস্থান ক্রিত্তিম বুদ্ধিমত্তা স্থান দখল করবে বলে বিশেষজ্ঞরা ধারনা করছেন । 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

গ্লো আপ ফ্লো এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url