দুবাই বিগ টিকিট লটারি কিনুন ঘরে বসে
দুবাই বিগ টিকিট লটারি কিভাবে কিনবো তা অনেকে জানতে চান। বাংলাদেশ থেকেই দুবাই
বিগ টিকিট লটারি কেনা সম্ভব। আপনার যদি একটি একটি পাসপোর্ট এবং ডুয়াল
কারেন্সি পেমেন্ট মেথড থেকে থাকে তাহলে বাংলাদেশ থেকেই আপনি দুবাই বিগ টিকিট
লটারি ক্রয় করতে পারবেন।
দুবাই বিগ টিকিট লটারি দুই ভাবে ক্রয় করা যায়। একটি হচ্ছে দুবাই আবুধাবি
আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে সরাসরি উপস্থিত হয়ে এবং আরেকটি উপায় হচ্ছে
পৃথিবীর যেকোনো প্রান্তে অবস্থান করে একটি বৈধ পাসপোর্ট ও পেমেন্ট নিশ্চিত করার
জন্য একটি ডুয়াল কারেন্সি পেমেন্ট মেথড থাকলেই আপনি দুবাই বিগ টিকিট লটারি
ক্রয় করতে পারবেন।
সূচিপত্রঃ দুবাই বিগ টিকিট লটারি কিভাবে কিনবো তার সম্পূর্ন গাইড
- দুবাই বিগ টিকিট লটারি কিভাবে কিনবো
- দুবাই বিগ টিকিট লটারি অ্যাকাউন্ট খুলার সঠিক নিয়ম
- দুবাই বিগ টিকিট লটারি কেনার পদ্ধতি
- দুবাই বিগ টিকিট লটারি কিনতে কত টাকা লাগে
- বাংলাদেশ থেকে দুবাই বিগ টিকিট লটারি কিভাবে কিনবো
- লটারির ফলাফল জানার পদ্ধতি
- দুবাই থেকে লটারি কেনার শর্ত সমূহ
- দুবাই বিগ টিকিট লটারি কেনার নীতিমানা সমূহ
- দুবাই থেকে লটারি কিনা কি আইন সম্মত
- লটারি থেকে টাকা ইনকাম হারাম নাকি হালাল
- বিগ টিকিট লটারি সম্পর্কে প্রশ্ন ও উত্তর (QNA)
- পরিশেষে - দুবাই বিগ টিকিট লটারি কিভাবে কিনবো
দুবাই বিগ টিকিট লটারি কিভাবে কিনবো
দুবাই বিগ টিকিট লটারি কিভাবে কিনবো এই নিয়ে প্রশ্নের শেষ নেই। আজকে আমরা জানবো কিভাবে আপনি দুবাই বিগ টিকিট লটারি কিনতে পারেন। দুবাই বিগ টিকিট লটারি হচ্ছে বিশ্বের মধ্যে সব চাইতে বড় লটারি গুলোর মধ্যে অন্যতম। এই লটারিতে প্রতিমাসে কয়েক কোটি দিরহাম, রাজকীয় বাড়ি, সপ্নের গাড়ি সহ হাজারো পুরুষ্কার দেওয়া হয়ে থাকে।
দুবাই বিগ টিকিট লটারি দুই ভাবে ক্রয় করার উপায় রয়েছে। একটি হচ্ছে সরাসরি ইউনাইটেট আরব আমিরাতের দুবাই শহরে যেয়ে লটারি ক্রয় করা। সাধারণত বিগ টিকিট লটারি আনুষ্ঠানিক ভাবে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অনুষ্ঠিত হয়ে থাকে। তাই আপনি শুধু আবুধাবির বিশেষ কিছু স্থানেই বিগ টিকিট লটারি ক্রয় করতে পারবেন। তবে আবুধাবির বাহিরে বিগ টিকিট লটারি নির্ধারিত দামের চাইতে অতিরিক্ত টাকায় বিক্রি করা হয়ে থাকে। সেই জায়গা থেকে বিগ টিকিট ক্রয় না করাই উত্তম।
বিগ টিকিট ক্রয় করার আরেকটি উপায় হচ্ছে অনলাইনের মাধ্যমে বিগ টিকিট ক্রয় করা। বিগ টিকিট এর একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আপনি চাইলে বিগ টিকিট লটারি ক্রয় করতে পারবেন। তবে অনলাইনে বিগ টিকিট লটারি ক্রয় করার জন্য আপনার একটি বৈধ পাসপোর্ট ও পেমেন্ট নিশ্চিত করার জন্য একটি ডুয়াল কারেন্সি পেমেন্ট মেথড থাকতে হবে। পাসপোর্ট ও ডুয়াল কারেন্সি পেমেন্ট মেথড থাকলেই আপনি পৃথিবীর যেকোনো জায়গা থেকে বিগ টিকিট লটারি ক্রয় ও পুরুষ্কার গ্রহন করতে পারবেন।
দুবাই বিগ টিকিট লটারি অ্যাকাউন্ট খুলার সঠিক নিয়ম
বাংলাদেশ থেকে অথবা পৃথিবীর যেকোনো স্থান থেকে দুবাই বিগ টিকিট কেনার জন্য আপনাকে বিগ টিকিট এর অফিসিয়াল ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এখন আমরা ধাপে ধাপে কিভাবে দুবাই বিগ টিকিট লটারি অ্যাকাউন্ট খুলতে হয় সে সম্পর্কে বিস্তারিত জানবো। অ্যাকাউন্ট খুলার জন্য নিচে দেওয়া লিংকে সর্ব প্রথম প্রবেশ করতে হবে।
অ্যাকাউন্ট খুলার জন্য এখানে ক্লিক করুনঃ দুবাই বিগ টিকিট লটারি অথবা Click Here
উপরে দেওয়া যেকোনো লিংকে ক্লিক করলে আপনাকে একটি ওয়েবসাইটে নিয়ে যাবে। মূলত এটিই হচ্ছে দুবাই বিগ টিকিট এর অফিসিয়াল ওয়েবসাইট। উক্ত ওয়েবসাইটে প্রবেশ করার পর সর্ব প্রথম আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তাই ওয়েবসাইট থেকে SIGN IN / REGISTER বাটনে ক্লিক করতে হবে।
দুবাই বিগ টিকিট লটারি কেনার পদ্ধতি
উপরের নিয়ম অনুযায়ী আপনি যখন সফল ভাবে বিগ টিকিট এর ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলা সম্পূর্ন করবেন তারপর আপনি লটারি ক্রয় করতে পারবেন। এখন আমরা লটারি ক্রয় করার প্রক্রিয়া ধাপে ধাপে জানবো। আপনি বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন টিকিট এখান থেকে ক্রয় করতে পারবেন। উক্ত ক্যাটাগরির টিকিট গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
বিগ টিকিট অ্যাকাউন্ট খুলার পর যখন BIG TICKET ক্যাটাগরির উপর ক্লিক করবেন তখন উপরে দেখানো ছবির মতো অনেক গুলো টিকিট দেখতে পাবেন। উপরে দেখানো টিকিট এর প্রাইজ পুল হচ্ছে ১৫,০০০,০০০ দিরহাম বা যা বাংলা টাকায় ৫০ কোটি টাকার মতো। এভাবে যখন আপনি আরো নিচের দিকে নামবেন তখন আর বিভিন্ন প্রাইজের টিকিট বা লটারি দেখতে পারবেন। আপনি চাইলে তা ক্রয়ও করতে পারেন।এর পরের ক্যাটাগরি হচ্ছে DREAM CAR এই ক্যাটাগরিতে আপনি বিভিন্ন নামি ও দামি ব্রান্ডের কার বা গাড়ি দেখতে পারবেন। এখানে প্রতি মাসে আলাদা আলাদা দামি ব্রান্ডের গাড়ি প্রাইজ পুল হিসেবে দেওয়া হয়ে থাকে। লটারির টিকিট কেনার জন্য শেষ তারিখ ও লটারি ড্রো হওয়ার তারিখ দেখে লটারি ক্রয় করতে হবে। এভাবে আপনি বিভিন্ন ক্যাটাগরি থেকে দুবাই বিগ টিকিট লটারি ক্রয় করতে পারেন। তবে দুবাই বিগ টিকিট লটারিতে সবচেয়ে বেশি অর্থ ও গাড়ি প্রাইজ পুল হিসেবে দেওয়া হয়ে থাকে।
দুবাই বিগ টিকিট লটারি কিনতে কত টাকা লাগে
যারা দুবাই বিগ টিকিট লটারি ক্রয় করতে চাই তাদের মধ্যে বেশি প্রশ্ন এটিই থাকে যে দুবাই বিগ টিকিট লটারি কিনতে কত টাকা লাগে। সাধারণত বিগ টিকিট কিনতে যে টাকার পরিমান লাগে সেটি নির্ভর করে প্রাইজের উপর। সাধারণত একটি দুবাই বিগ টিকিট লটারি কিনতে খরচ পড়ে ৫০০ দিরহামের মতো। ১ দিরহাম সমান বর্তমান সময় ৩৩ টাকা অর্থাৎ ৫০০ দিরহাম সমান ১৬৫০০ টাকা। এ থেকে ধারনা নেওয়া যায় একটি টিকিটের মূল্য ১৬৫০০ টাকা হয়ে থাকে।
কিন্তু বিভিন্ন সময় বিগ টিকিট লটারি বিভিন্ন অফার দিয়ে টিকিট বিক্রয় করে থাকে। যেমনঃ ২টি লটারি কিনলে একটি লটারি ফ্রি প্রদান করে থাকে। উপরে আমরা এমনই কিছু অফার লটারি টিকিট দেখতে পাচ্ছি। তাই বলা যায় লটারির প্রাইজ এর উপর নির্ভর করে বিগ টিকিট লটারির দাম ভিন্ন হয়ে থাকে। তবে সর্বনিম্ন একটি লটারির দাম ৫০০ দিরহাম পর্যন্ত হতে পারে।
আরোও পড়ুনঃ অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধনের সহজ নিয়ম
বাংলাদেশ থেকে দুবাই বিগ টিকিট লটারি কিভাবে কিনবো
আপনি যদি বাংলাদেশ থেকে দুবাই বিগ টিকিট লটারি কিনতে চান তাহলে আপনি একমাত্র অনলাইনে লটারি ক্রয় করতে পারবেন। অনলাইনে লটারি কেনার জন্য আপনার একটি পাসপোর্ট ও টিকিট ক্রয় করার জন্য একটি ডুয়াল ক্যারেন্সি পেমেন্ট মেথড লাগবে। আপনার যদি এই দুইটি জিনিস থেকে থাকে তাহলে আপনিও মাত্র ৫ মিনিটে বাংলাদেশ থেকে দুবাই বিগ টিকিট লটারি ক্রয় করতে পারবেন।
প্রথমে আপনাকে যেকোনো ব্রাউজারে Big Ticket লিখে সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইট আসবে সেখানে প্রবেশ করতে হবে। প্রবেশ করে আপনার মোবাইল নাম্বার ও একটি ইমেইল দিয়ে প্রাথমিক ভাবে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। অ্যাকাউন্ট খুলার পর আপনি বিভিন্ন লটারি ক্রয় করতে পারবেন। আপনি যদি লটারি জিতে যান তখন আপনার পাসপোর্ট প্রয়োজন হবে পুরুষ্কার গ্রহনের জন্য। পাসপোর্ট ব্যাতীত দুবাই শহরের বাহিরের সকলের পুরুষ্কার বাতিল পর্যন্ত করা হতে পারে। তাই লটারি টিকিট ক্রয়ের জন্য পাসপোর্ট থাকা গুরুত্বপূর্ন।লটারির ফলাফল জানার পদ্ধতি
বিগ টিকিট লটারির ফলাফল বিভিন্ন মাধ্যমে জানা সম্ভব। বিগ টিকিট লটারি প্রতিমাসে অসংখ্য টিকিটের ফলাফল বা ড্রো প্রদান করে থাকে। উক্ত টিকিটের ফলাফল ইমেইল অথবা ফোন নাম্বারের সাহায্যে দেখা যেতে পারে। আবার দুবাই শহরের মধ্যে সব চাইতে জনপ্রিয় একটি প্রতিষ্ঠান হওয়ার কারনে বিভিন্ন টিভি চ্যানেলেও লটারির ফলাফল দেখানো হয়ে থাকে। আপনি চাইলে বিগ টিকিট ওয়েবসাইটে গিয়েও লটারি ফলাফল জানতে পারেন।
বিগ টিকিট ওয়েবসাইটে প্রবেশ করার পর WINNER CLUB ক্যাটাগরির মধ্যে প্রবেশ করলে আপনি ছবি সহ বিভিন্ন বিজয়ী দেখতে পারবেন। আপনি যখন টিকিট ক্রয় করবেন তখন উক্ত লটারি বা টিকিটের ফলাফল বা ড্রো এর তারিখ মনে রাখবেন। উক্ত তারিখে এখানে প্রবেশ করলেই আপনি দেখতে পাবেন আপনি লটারি জিতেছেন কিনা। তাছাড়াও কেও লটারিতে জিতলে ইমেইল অথবা ফোন নাম্বারে জানিয়ে থাকে বিগ টিকিট লটারি কতৃপক্ষ।দুবাই থেকে লটারি কেনার শর্ত সমূহ
দুবাই থেকে লটারি কেনার জন্য ইউনাইটেট আরব আমিরাত সরকার কিছু শর্ত সমূহ দিয়ে রেখেছেন। তাই আপনি যদি দুবাই থেকে লটারি ক্রয় করতে চান তাহলে আপনাকে অবশ্যই সেই সকল শর্ত সমূহ এর সাথে একমত প্রকাশ করতে হবে এবং পালন করতে হবে। তা না হলে আপনি দুবাই থেকে লটারি ক্রয় করতে পারবেন না। এখন আসুন সেই শর্ত গুলো সংক্ষেপে জানার চেষ্টা করি।
- দুবাই লটারি কিনতে হলে আপনার বয়স ১৮ বছর হতে হবে।
- লটারি কেনার সময় আপনার নাম, ঠিকানা, পাসপোর্ট নম্বর, ইমেইল ইত্যাদি সঠিকভাবে প্রদান করতে হবে।
- যারা দুবাই লটারির বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা বা কর্মরত আছেন তারা এবং তাদের পরিবার সহ আত্নীয় সজন লটারি ক্রয় করতে পারবে না।
- লটারি ড্রো হওয়ার নির্দিষ্ট সময় পর পুরুষ্কার গ্রহন না করলে সেই পুরুষ্কার পরবর্তিতে দেওয়া হয় না।
- একজনের নামে আরেক জন পুরুষ্কার গ্রহন করতে পারবে না।
- অনলাইনে লটারি টিকিট কাটতে হলে নিজেস্ব তথ্য সঠিক ভাবে প্রদান করতে হবে ইত্যাদি।
দুবাই বিগ টিকিট লটারি কেনার নীতিমানা সমূহ
সাধারনত দুবাই থেকে টিকিট কেনার সঙ্গে দুবাই বিগ টিকিট লটারি কেনার নীতিমানা সমূহ প্রায় একই। তাই আপনি যদি দুবাই থেকে লটারির টিকিট কেনার শর্ত সঠিক ভাবে মেনে চলেন তাহলে আপনাকে আর আলাদা ভাবে নীতিমালা সম্পর্কে জানতে হবে না। কিন্তু উক্ত নীতিমালা না মেনে চললে আপনি দুবাই বিগ টিকিট লটারি থেকে লটারি ক্রয় করতে পারবেন না। তাই দুবাই বিগ টিকিট লটারি কেনার নীতিমানা সমূহ সম্পর্কে জানা প্রয়োজন।
- দুবাই লটারি কিনতে হলে আপনার বয়স ১৮ বছর হতে হবে।
- লটারি কেনার সময় আপনার নাম, ঠিকানা, পাসপোর্ট নম্বর, ইমেইল ইত্যাদি সঠিকভাবে প্রদান করতে হবে।
- যারা দুবাই লটারির বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা বা কর্মরত আছেন তারা এবং তাদের পরিবার সহ আত্নীয় সজন লটারি ক্রয় করতে পারবে না।
- লটারি ড্রো হওয়ার নির্দিষ্ট সময় পর পুরুষ্কার গ্রহন না করলে সেই পুরুষ্কার পরবর্তিতে দেওয়া হয় না।
- একজনের নামে আরেক জন পুরুষ্কার গ্রহন করতে পারবে না।
- অনলাইনে লটারি টিকিট কাটতে হলে নিজেস্ব তথ্য সঠিক ভাবে প্রদান করতে হবে ইত্যাদি।
তাছাড়াও আপনি উপরের দেওয়া লিংকে ক্লিক করে বিগ টিকিট ওয়েবসাইট থেকে তাদের নীতিমালা ভালোভাবে পর্যবেক্ষন করতে পারেন।
দুবাই থেকে লটারি কিনা কি আইন সম্মত
ইউনাইটেট আরব আমিরাত বা সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন জায়গাই লটারি ক্রয় ও বিক্রয় আইন সম্মত। তাই আপনি চাইলে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর থেকে লটারি ক্রয় করতে পারবেন। কিন্তু যেকোনো লটারি যেমনঃ বিগ টিকিট বা অন্যান্য যেকোনো কম্পনি থেকে লটারি ক্রয়ের পূর্বে তাদের শর্ত সমূহ ও নীতিমালা ভালোভাবে পড়ে ও জেনে লটারি ক্রয় করবেন।
লটারি থেকে টাকা ইনকাম হারাম নাকি হালাল
ইসলামি শরিয়ত অনুযায়ী লটারি থেকে টাকা ইনকাম সম্পূর্ন হারাম। কেননা লটারি থেকে টাকা ইনকাম এক প্রকার জুয়ার আওতায় পড়ে। অর্থাৎ আপনি একটি নির্দিষ্ট টাকার বদলে একটি টিকিট ক্রয় করলেন এবন উক্ত টিকিট থেকে টাকা ইনকাম বা বিজয়ী হওয়ার জন্য সম্পূর্ন ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকলেন। এক্ষেত্রে আপনার বিজয়ী হওয়ার সম্বাভনা নেই বললেই চলে এবং বিনিয়গ করার টাকা ফেরত পাওয়া যায় না-এই ধরনের কাজকে জুয়ার আওতায় ধরা হয়।
আর ইসলামি শরিয়তে জুয়া সম্পুর্ন হারাম একটি কাজ। আল্লাহ তায়ালা বলেছেনঃ হে ঈমানদারগণ! মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক তীর এগুলো শয়তানের অপবিত্র কাজ। সুতরাং, এগুলো থেকে বিরত থাকো যাতে তোমরা সফলকাম হতে পারো।-সুরা মায়েদা (৫ঃ৯০-৯১)
তাছাড়াও পরিশ্রম ছাড়া টাকা ইনকাম বা অনিশ্চিত লেনদেন এবং সেই সাথে এক জনের ক্ষতি করে আরেক জন লাভবান হওয়া ইসলামে হারাম কাজ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ লটারিতে একসাথে অনেক জন অংশ গ্রহন করলেও বিজয়ী হয় মাত্র কয়েক জন এবং বাঁকি সকলে আর্থিক ক্ষতির সম্মুক্ষিন হয়ে থাকে। এই ধরনের কাজ ইসলামের হারাম কাজ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বিগ টিকিট লটারি সম্পর্কে প্রশ্ন ও উত্তর (QNA)
প্রশ্নঃ বিগ টিকিট লটারি কয়টি মাধ্যমে ক্রয় করা যায়?
উত্তরঃ দুবাই বিগ টিকিট লটারি দুই ভাবে ক্রয় করা যায়। একটি হচ্ছে দুবাই আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে সরাসরি উপস্থিত হয়ে এবং আরেকটি উপায় হচ্ছে পৃথিবীর যেকোনো প্রান্তে অবস্থান করে একটি বৈধ পাসপোর্ট ও পেমেন্ট নিশ্চিত করার জন্য একটি ডুয়াল কারেন্সি পেমেন্ট মেথড থাকলেই আপনি দুবাই বিগ টিকিট লটারি ক্রয় করতে পারবেন।
প্রশ্নঃ বিগ টিকিট লটারিতে কি কি পুরুষ্কার দেওয়া হয়?
উত্তরঃ এই লটারিতে প্রতিমাসে কয়েক কোটি দিরহাম, রাজকীয় বাড়ি, সপ্নের গাড়ি সহ হাজারো পুরুষ্কার দেওয়া হয়ে থাকে।
প্রশ্নঃ দুবাই বিগ টিকিট লটারি কিনতে কত টাকা লাগে?
উত্তরঃ সাধারণত একটি দুবাই বিগ টিকিট লটারি কিনতে খরচ পড়ে ৫০০ দিরহামের মতো। ১ দিরহাম সমান বর্তমান সময় ৩৩ টাকা অর্থাৎ ৫০০ দিরহাম সমান ১৬৫০০ টাকা। এ থেকে ধারনা নেওয়া যায় একটি টিকিটের মূল্য ১৬৫০০ টাকা হয়ে থাকে।
প্রশ্নঃ বাংলাদেশ থেকে দুবাই লটারি কিনতে কত টাকা লাগে?
উত্তরঃ সাধারণত একটি দুবাই বিগ টিকিট লটারি কিনতে খরচ পড়ে ৫০০ দিরহামের মতো। ১ দিরহাম সমান বর্তমান সময় ৩৩ টাকা অর্থাৎ ৫০০ দিরহাম সমান ১৬৫০০ টাকা। এ থেকে ধারনা নেওয়া যায় একটি টিকিটের মূল্য ১৬৫০০ টাকা হয়ে থাকে।
প্রশ্নঃ বিগ টিকিট লটারির ফলাফল জানার পদ্ধতি কি?
উত্তরঃ বিগ টিকিট ওয়েবসাইটে প্রবেশ করার পর WINNER CLUB ক্যাটাগরির মধ্যে প্রবেশ করলে আপনি ছবি সহ বিভিন্ন বিজয়ী দেখতে পারবেন। আপনি যখন টিকিট ক্রয় করবেন তখন উক্ত লটারি বা টিকিটের ফলাফল বা ড্রো এর তারিখ মনে রাখবেন। উক্ত তারিখে এখানে প্রবেশ করলেই আপনি দেখতে পাবেন আপনি লটারি জিতেছেন কিনা। তাছাড়াও কেও লটারিতে জিতলে ইমেইল অথবা ফোন নাম্বারে জানিয়ে থাকে বিগ টিকিট লটারি কতৃপক্ষ।
প্রশ্নঃ দুবাই লটারি কিনতে হলে কত বয়স হতে হয়?
উত্তরঃ দুবাই লটারি কিনতে হলে আপনার বয়স ১৮ বছর হতে হবে।
প্রশ্নঃ দুবাই থেকে লটারি কিনা কি আইন সম্মত?
উত্তরঃ ইউনাইটেট আরব আমিরাত বা সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন জায়গাই লটারি ক্রয় ও বিক্রয় আইন সম্মত।
প্রশ্নঃ লটারি থেকে টাকা ইনকাম হারাম নাকি হালাল?
উত্তরঃ ইসলামি শরিয়ত অনুযায়ী লটারি থেকে টাকা ইনকাম সম্পূর্ন হারাম।
পরিশেষে - দুবাই বিগ টিকিট লটারি কিভাবে কিনবো
দুবাই বিগ টিকিট লটারি কিভাবে কিনবো এই প্রশ্ন আশা করি আমাদের আজকের এই নির্দেশিকা থেকে এর উত্তর পেয়ে গেছেন। আজকে আমরা দুবাই বিগ টিকিট লটারি কিভাবে কিনতে হয় এবং এর ফলাফল সহ এই টিকিট কেনার জন্য কি কি শর্তমালা অবল্বন করতে হয় সকল কিছু বিস্তারিত ছবি সহ আলোচনা করা হয়েছে। আপনি যদি মনোযোগ সহকারে এই নির্দেশিকা অবলম্বন করেন তাহলে বাংলাদেশ থেকেই বিগ টিকিট লটারি কিনতে পারবেন এবং এর পুরুষ্কারও গ্রহন করতে পারবেন।
ইসলামি দৃষ্টিকোন থেকে লটারি থেকে টাকা ইনকাম বা লটারি ক্রয় করা সম্পূর্ন হারাম একটি কাজ। তাই আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে যেকোনো লটারি ক্রয়ের পূর্বে ধর্মীয় দৃষ্টিকোন থেকে বিবেচনা করে দেখবেন। তাছাড়াও বিভিন্ন দেশে লটারি খেলা সম্পূর্ন নিষিদ্ধ ও বেআইনী করা আছে। তাই লটারি ক্রয়ের পূর্বে আপনার দেশে লটারি ক্রয় বৈধ কিনা তা ভালোভাবে জেনে নিবেন। আজকে আমাদের এই আর্টিকেল থেকে আমরা আশাবাদি যে আপনি খুব সহজেই বাংলাদেশ থেকে ঘরে বসে দুবাই বিগ টিকিট লটারি ক্রয় করতে পারবেন।
গ্লো আপ ফ্লো এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url