ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায় জেনে নিন

ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায় এই প্রশ্ন অনেকের। অনলাইন টুল, ফটোশপ, মোবাইল অ্যাপ ও AI সফটওয়্যার ব্যবহার করে আমরা ঝাপসা ছবিকে HD ছবিতে খুব সহজে রুপান্তর করতে পারি। আজকে আমরা ঝাপসা ছবি স্পষ্ট করার কিছু পদ্ধতি সম্পর্কে জানবো যেগুলো ব্যাবহার করে ঘোলা ছবি ক্লেয়ার করা যায়।
ঝাপসা-ছবি-কিভাবে-স্পষ্ট-করা-যায়
ছবি আমাদের কাছে স্মৃতি হিসেবে সারা জীবন থেকে যায়। কিন্তু অনেক সময় হাত কাঁপা, ফোকাস সমস্যা, কম আলো বা লো রেজোলিউশনের কারণে ছবি অস্পষ্ট বা ঝাপসা হয়ে যায়। তখন আমাদের সেই ছবির জন্য অনেক কষ্ট লাগে। তাই আজকে আমরা ঝাপসা ছবি স্পষ্ট করার কিছু পদ্ধতি সম্পর্কে জানবো।

সূচিপত্রঃ ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায়

ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায়

ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায় এই প্রশ্ন অনেকের থাকে। ছবি আমাদের জীবনের মূল্যবান স্মৃতিগুলো বহন করে থাকে। কিন্তু অনেক সময় ছবি তোলার সময় হাত কাঁপা, ফোকাস সমস্যা, কম আলো বা লো রেজোলিউশনের কারণে ছবি অস্পষ্ট বা ঝাপসা হয়ে যায়। এক্ষত্রে এই সকল ছবি দেখতে ভালো লাগেনা। আবার সেই সাথে এই ছবি গুলো আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমনঃ ফেসবুক, ইন্সটাগ্রাম,  এক্স (টুইটার) ইত্যাদিতে ব্যাবহার করতে পারিনা।

ঘোলা ছবি ক্লিয়ার করার ওয়েবসাইট ব্যাবহার করে অনেকে ঘোলা ছবি স্পষ্ট করার চেষ্টা করে। কিন্তু তার বেশির ভাগ সময় কাজ করে না বা ছবি স্পষ্ট করার জন্য ঐসকল ওয়েবসাইটে পেইড মেম্বারশিপ চেয়ে থাকে। তাই আজকে আমরা এমন কিছু ঘোলা ছবি ক্লিয়ার করার সফটওয়্যার বা টুল সম্পর্কে জানবো যেগুলো ব্যাবহার করে আপনি ফ্রিতেই আপনার মূল্যবান অস্পষ্ট ছবি স্পষ্ট করতে পারবেন। 

অনলাইন টুল ব্যবহার করে ঝাপসা ছবি স্পষ্ট করা 

ঘোলা ছবি ক্লিয়ার করার ওয়েবসাইট লিখে আপনি যদি গুগোলে সার্চ দেন তাহলে আপনার সামনে অনেক ওয়েবসাইট চলে আসবে কিন্তু আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে এই সকল অপরিচিত ওয়েবসাইটে নিজের ছবি বা ব্যাক্তিগত ছবি দেওয়া উচিত হবে? প্রশ্নটি স্বাভাবিক এবং বাস্তব সম্মত। তাই আপনি যখন ঘোলা ছবি ক্লিয়ার করার টুল বা অনলাইন টুল ব্যবহার করে ঝাপসা ছবি স্পষ্ট করতে যাবেন তখন সেই টুলগুলো বিশ্বস্ত কিনা তা যাচাই করে নিবেন।

Google chrome browser দিয়ে ঝাপসা ছবি কিভাবে পরিষ্কার করা যায় সেই সম্পর্কে আগে আমাদের জানা উচিত। কেননা বর্তমান সময় বেশি ভাগ মানুষ Google chrome browser ব্যাবহার করে থাকে। তাই আজকে আমরা গুগল ক্রোম ব্রাউজারের পাশাপাশি ছবি পরিষ্কার করার জন্য বিভিন্ন অনলাইন টুল, অ্যাপ, ফটোশপ, AI ইত্যাদি ব্যাবহার করে কিভাবে ঝাপসা ছবি স্পষ্ট করা যায় সে সম্পর্কে জানবো। আজকে আমরা যে পদ্ধতি গুলো বায়বহার করে ঝাপসা ছবি স্পষ্ট করবো তা নিচে দেওয়া হলো।
  •  Remini ব্যাবহার করে
  • Picwish অ্যাপ ব্যাবহার
  • Let’s Enhance অ্যাপ ব্যাবহার করে
  • ফটোশপ ব্যাবহার করে
  • মোবাইল অ্যাপ ব্যবহার করে
  • AI সফটওয়্যার ব্যবহার করে
উক্ত মাধ্যম গুলো ব্যাবহার করে আপনি আপনার অস্পষ্ট ছবি স্পষ্ট করতে পারবেন এবং সেই হবি গুলো Facebook, Instagram, Twitter ইত্যাদিতে প্রোফাইল পিকচার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সেই সাথে আপনি ছবি গুলো স্মৃতি হিসেবে সারা জীবন রেখে দিতে পারবেন। এখন আসুন উপরে দেওয়া মাধ্যম গুলো দিয়ে কিভাবে ঝাপসা ছবি ক্লিয়ার করা যায় তা বিস্তারিত জানার চেষ্টা করি।

ঝাপসা ছবি Remini ব্যাবহার করে স্পষ্ট করা

Remini হলো একটি AI ভিত্তিক ছবি এডিটিং অ্যাপ যা ব্যাবহার করে আপনি আপনার Image enhance বা ঝাপসা ছবি  স্পষ্ট করতে পারবেন। Remini দিয়ে ঝাপসা ছবি স্পষ্ট করার পদ্ধতি সম্পর্কে জানার চেষ্টা করি। Remini অ্যাপ ব্যাবহার করা অনেক সহজ। রেমিনি অ্যাপটি ব্যাবহার করা অনেক সহজ সেই সাথে সম্পূর্ন ফ্রি বা বিনামূল্যে হওয়া সত্ত্বেও এটি আপনার ঝাপসা ছবিকে  স্পষ্ট ও প্রানবন্ত করে তুলতে পারে। ঝাপসা ছবি Remini ব্যাবহার করে স্পষ্ট করার পদ্ধতি নিতে ধাপে ধাপে দেওয়া হলো।

Rimini ওয়েবসাইট অথবা অ্যাপ ব্যাবহার করতে পারেন। ওয়েবসাইট এর জন্য শুধু গুগলে Rimini লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। অ্যাপটি লাইট ওয়েট বা কম মেগাবাইটের হওয়ার কারনে কম দামি বা কম র‍্যাম যুক্ত মোবাইলেও খুব সহজেই ব্যাবহার করতে পারবেন। Remini অ্যাপটি Android ও iOS ডিভাইসে ডাউনলোড করা যাবে। তাই এই অ্যাপটি Google Play Store ও Apple App Store এ Remini লিখে সার্চ দিলেই অ্যাপটি পেয়ে যাবেন। রিমিনি অ্যাপটি ডাউনলোড করার পরের ধাপগুলো নিচে দেওয়া হলোঃ
  • আপনার ফেসবুক অথবা ইমেইল অ্যাড্রেস দিয়ে লগইন করে নিতে হবে
  • ঘোলা বা ঝাপসা ছবি আপলোড অপশন থেকে আপলোড করে নিতে হবে
  • অ্যাপের Enhance অপশন সিলেক্ট করতে হবে
  • অ্যাপটি ফ্রি হওয়ায় সামান্য কিছু অ্যাড আসতে পারে
  • এরপর  Enhance বাটনে চাপ দিতে হবে
Enhance বাটনে চাপ দিলে আপনার কাজ প্রায় শেষ। কারন এখন রিমিনি অ্যাপ আপনার ঝাপসা ছবি AI টেকনোলজি ব্যাবহার করে ছবির ডিটেইলস এনহ্যান্স করে, শার্পনেস বাড়িয়ে এবং স্বচ্ছ করে তুলবে। অ্যাপটি প্রসেসিং হতে একটু সময় নিবে তার পরই আপনি আপনার এনহ্যান্স করা ছবিটি পেয়ে যাবেন। এরপর HD ডাউনলোড করে নিলেই কাজ শেষ। এভাবে খুব সহজেই আপনি  Remini অ্যাপ ব্যবহার করে ঝাপসা ছবি স্পষ্ট করতে পারবেন। তাই বলা যায় যে, ফ্রি অ্যাপে ঝাপসা ছবি পরিষ্কার করার উপায় এর চাইতে ভালো হতে পারেনা।

ঝাপসা ছবি Picwish অ্যাপ ব্যাবহার করে স্পষ্ট করা

ঝাপসা ছবি স্পষ্ট করার জন্য Picwish অ্যাপ এর তুলনা হয়না। মূলত পিকউইস হচ্ছে রিমিনি অ্যাপ বা ওয়েব এর মতোই কাজ করে থাকে। রিমিনি ব্যাবহার করে আপনি যেমন আপনার ঝাপসা ছবি স্পষ্ট করতে পেরেছিলেন একদম ফ্রিতে ঠিক তেমনি পিকউইস অ্যাপ ব্যাবহার করে আপনার ঝাপসা ছবি একদম ফ্রিতে স্পষ্ট করে নিতে পারবেন। ঝাপসা ছবি Picwish অ্যাপ ব্যাবহার করে স্পষ্ট করার পদ্ধতি নিচে দেওয়া হলো।

গুগল প্লে স্টোরে  Picwish লিখে সার্চ দিলেই অ্যাপটি পেয়ে যাবেন। প্রথমে আপনাকে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। তারপর আপনার ফেসবুক অথবা ইমেইল অ্যাড্রেস দিয়ে লগইন করে নিতে হবে। লগইন করার পর আপনার ঝপসা ছবি আপলোড করতে হবে। আপলোড করার পর এনহ্যান্স বাটনে চাপ দিয়ে কিছুক্ষন অপেক্ষা করলেই আপনার ঝাপসা ছবি AI টেকনোলজি ব্যাবহার করে ছবির ডিটেইলস এনহ্যান্স করে, শার্পনেস বাড়িয়ে এবং স্বচ্ছ করে তুলবে। এভাবেই আপনার ঝাপসা ছবি পিকউইস অ্যাপ স্পষ্ট করে তুলবে।

ঝাপসা ছবি Let’s Enhance অ্যাপ ব্যাবহার করে স্পষ্ট করা

Let’s Enhance হলো একটি AI ভিত্তিক ছবি এডিটিং অ্যাপ যা ঝাপসা ছবিকে দ্রুত ও কার্যকরভাবে স্পষ্ট করতে পারে। লেটস এনহ্যান্স অ্যাপটি গুগল প্লে স্টোরে সার্চ দিলেই পেয়ে যাবেন। অ্যাপটি ডাউনলোড করার পর আপনার ফেসবুক অথবা ইমেইল অ্যাড্রেস দিয়ে লগইন করে নিতে হবে। লগইন করার পর আপনার ঝপসা ছবি আপলোড করতে হবে। আপলোড করার পর এনহ্যান্স বাটনে চাপ দিয়ে কিছুক্ষন অপেক্ষা করলেই আপনার ঝাপসা ছবি AI টেকনোলজি ব্যাবহার করে ছবির ডিটেইলস এনহ্যান্স করে, শার্পনেস বাড়িয়ে এবং স্বচ্ছ করে তুলবে। এভাবেই আপনার ঝাপসা ছবি Let’s Enhance অ্যাপ স্পষ্ট করে তুলবে।

যদি আপনার কাছে ঝাপসা বা কম স্পষ্ট ছবি থাকে এবং সহজে স্পষ্ট করতে চান, তাহলে Let’s Enhance অ্যাপ হতে পারে আপনার জন্য সবচেয়ে ভালো সমাধান। এটি ব্যবহার করে মাত্র কয়েক সেকেন্ডেই অস্পষ্ট ছবিকে HD কোয়ালিটিতে রূপান্তর করা সম্ভব। এই অ্যাপটি ডাউনলোড থেকে শুরু করে ইমেজ এনহ্যান্স সম্পূর্ন ফ্রিতেই করা সম্ভব। তাই আপনিও যদি আপনার ঝাপসা ছবি স্পষ্ট করতে চান তাহলে এই অ্যাপটি হতে পারে সেরা সমাধান।

আরোও পড়ুনঃ ঘরে বসে দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা ইনকাম করার ১০টি উপায়

ঝাপসা ছবি ফটোশপ ব্যাবহার করে স্পষ্ট করা

ফটোশপ(Photoshop) হচ্ছে ছবি ইডিট করার সেরা একটি মাধ্যম। আপনার যদি যদি একটি কম্পিউটার থেকে থাকে তাহলে আপনি ফটোশপ ব্যাবহার করে আপনার যেকোনো ঝাপসা ছবি, ঘোলা ছবি, কম রেজুলেশন ছবি ইত্যাদি খুব সহজে স্পষ্ট ও HD তে রুপানর করে নিতে পারবেন। অন্যান্য ঝাপসা ছবি স্পষ্ট করার মাধ্যমের চাইতে ফটোশপ হচ্ছে সব চাইতে জনপ্রিয় এবং শক্তিশালী ছবি এডিটিং সফটওয়্যার।
ঝাপসা-ছবি-কিভাবে-স্পষ্ট-করা-যায়

প্রথমে আপনাকে ফটোশপ ডাউনলোড করে নিতে হবে। যেহেতু ফটোশপ একটি পেইড সফটওয়্যার বা এটি ব্যাবহার করতে টাকা প্রদান করতে হয়। আপনি চাইলে এর পরিবর্তে ফটোপিয়া(Photopea) ব্যাবহার করতে পারেন। ফটোপিয়া হচ্ছে ফটোশপ এর অনলাইন ভার্সন। তাই আপনি ফটোশপ দিয়ে যেইসকল কাজ করতে পারবেন ফটোপিয়া দিয়েও সেই একই কাজ গুলো করতে পারবেন তাও আবার সম্পূর্ন ফ্রিতে।
ফটোপিয়া লিংক 👉www.photopea.com

ফটোপিয়া(Photopea) ব্যাবহার করে কিভাবে আপনার ঝাপসা ছবি স্পষ্ট করবেন তার সম্পূর্ন গাইড লাইন ধাপে ধারে নিচে দেওয়া হলোঃ

প্রথমে ফটোশপ বা ফটোপিয়া সফটওয়্যার ওপেন করতে হবে। File থেকে Open এ প্রবেশ করে ঝাপসা ছবি ইমপোর্ট করতে হবে। এরপর Smart Sharpen ফিল্টার ব্যবহার করতে হবে। এই টুলটি ব্যাবহার করার জন্য Filter > Sharpen > Smart Sharpen অপশনে যেতে হবে। এরপর Amount ও Radius অপশনটি কম বেশি করে আপনার ছবিটির ডিটেইলস বাড়াতে হবে। ছবিটির ডিটেইলস না বাড়ালে পরবর্তি অপশন গিলো কাজ নাও করতে পারে।

এর পর Ctrl + J একসঙ্গে চাপ দিয়ে আপনার ঝাপসা ছবিটি ডুপলিকেট তৈরি করে নিতে হবে। এরপর Filter > Other > High Pass যেতে হবে এবং ১ থেকে ৩ পিক্সেল Radius নির্বাচন করতে হবে। আপনার ছবির ধরন অনুযায়ী এটি কম অথবা বেশি করে নিতে পারেন। এরপর লেয়ার মুড Overlay/Soft Light ব্যাবহার করতে হবে যাতে শার্পনেস ভালোভাবে কাজ করে। 

এর পরের ধাপ হচ্ছে Filter > Sharpen > Unsharp Mask এ যেতে হবে। উক্ত অপশনে যাওয়ার পর Amount, Radius ও Threshold কম বেশি করে ছবিটি একটি পর্যায়ে আসতে হবে। তবে এখানে লক্ষ্য রাখবেন যে আপনার ঝাপসা ছবিটি খুব বেশি শার্প যেন না হয়ে যায়। বেশি শার্প হলে আপনার ছবিটি দেখতে ভালো লাগবে না। আপনার কাজ এখানেই শেষ। এই ধাপ গুলো সম্পূর্ন শেষ করলেই লক্ষ্য করবেন যে আপনার ঝাপসা ছবিটি স্পষ্ট হয়ে গেছে। এরপর File > Save As এ গিয়ে JPEG বা PNG ফরম্যাটে ছবিটি সেভ করে নিলেই কাজ শেষ। 

মোবাইল অ্যাপ ব্যবহার করে ঝাপসা ছবি স্পষ্ট করা

বর্তমান সময়ে ঝাপসা ছবি স্পষ্ট করার জন্য অনেক মোবাইল অ্যাপ রয়েছে যেগুলো ব্যাবহার করে আপনি আপনার ঝাপসা ছবিটি কয়েক মিনিটের মধ্যেই স্পষ্ট করে ফেলতে পারবেন। এই ছবি স্পষ্ট করার অ্যাপ গুলো সম্পূর্ন ফ্রিতেই আপনি ডাউনলোড ও ব্যাবহার করতে পারবেন। নিচে ঠিক এমনি কিছু ফ্রি ঝাপসা ছবি স্পষ্ট করার অ্যাপ এর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে। অ্যাপ গুলো গুগল প্লে স্টোরে ফ্রিতেই ডাউনলোড করে ফেলতে পারবেন। ঝাপসা ছবি স্পষ্ট করার এমন ১০ টি অ্যাপ হলোঃ
  • Remini
  • Let’s Enhance
  • PicWish
  • Adobe Photoshop Express
  •  EnhanceFox
  • AI Image Enlarger
  • Snapseed
  • VSCO
  • Fotor
  • PhotoDirector ইত্যাদি।

AI সফটওয়্যার ব্যবহার করে ঝাপসা ছবি স্পষ্ট করা

বর্তমান যুগ হচ্ছে AI যুগ। বর্তমানে AI  ব্যাবহার করে ডিজিটাল মাধ্যম গুলোর প্রায় সকল কাজ যেমন ভিডিও ইডিট করা, ছবি তৈরি করা, শর্ট ভিডিও তৈরি করা, কন্টেন্ট লিখা, কোড জেনারেট করা ইত্যাদি প্রায় সকল কাজ করা হয়ে আসছে। তাই বুঝতেই পারছেন AI সফটওয়্যার ব্যবহার করে ঝাপসা ছবি স্পষ্ট করা মাত্র কয়েক সেকেন্ডের কাজ। এখন আমরা এমনই কয়েকটি AI সফটওয়্যার ও ওয়েবসাইটের সঙ্গে পরিচিত হবো যেগুলো ব্যাবহার করে আমরা খুব সহজেই ঝাপসা ছবি স্পষ্ট করতে পারবো।
  • HitPaw Photo Enhancer
  • Icons8 Smart Upscaler
  • Remini
  • Let’s Enhance
  • Topaz Gigapixel AI
  • AI Image Enlarger
  • VanceAI Image Sharpener
  • Fotor AI Enhancer
  • Adobe Photoshop AI Super Resolution
  • Deep Image AI ইত্যাদি
    ঝাপসা-ছবি-কিভাবে-স্পষ্ট-করা-যায়
উপরের দেওয়া AI সফটওয়্যার গুলো গুগলে নাম লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। উদাহরন সরূপঃ hitpaw photo enhancer লিখে গুগোলে সার্চ দিলেই সবার উপরে এই এ-আই ওয়েবসাইটি চলে আসবে। উপরের দেওয়া সকল AI Image enhancer অ্যাপ গুলোতে ঝাপসা হওয়া ছবি স্পষ্ট করার নিয়ম একই। আপনাকে শুধু একটা ফেসবুক অথবা ইমেইল দিয়ে ফ্রি অ্যাকাউন্ট খুললেই আপনি আপনার ঝাপসা ছবি স্পষ্ট করার প্রক্রিয়া শুরু করতে পারবেন। কিভাবে ঝাপসা ছবি স্পষ্ট করতে হয়ে তা বিস্তারিত উপরে আলোচনা করা হয়েছে আপনি চাইলে তা অনুসরন করতে পারেন।

ঝাপসা ছবি স্পষ্ট করার জন্য কোন পদ্ধতি ব্যাবহার করবেন

ঝাপসা ছবি স্পষ্ট করার জন্য উপরে অনেক গুলো মাধ্যম বা উপায় দেওয়া হয়েছে। যেগুলো সব গুলোই ফ্রি এবন কার্যকরী। আপনি চাইলে উপরের যেকোনো একটি মাধ্যম ব্যাবহার করে আপনার কাঙ্খিত ঝাপসা ছবিটি স্পষ্ট করে নিতে পারেন। এখন প্রশ্ন আসতে পারে যে আপনি কোন মাধ্যমটি ব্যাবহার করে দ্রুত ও সেরা ফলাফল পেতে পারেন। এখন আমরা সংক্ষেপে আলোচনা করবো যে আপনার জন্য কোন মাধ্যমটি ভালো হবে ঝাপসা ছবি স্পষ্ট করার জন্য।
ঝাপসা-ছবি-কিভাবে-স্পষ্ট-করা-যায়

আপনি যদি দ্রুত আপনার ঝাপসা ছবি স্পষ্ট করতে চান এবং আপনার কাছে কোয়ালিটি ভালো হোক বা না হোক সেদিকে লক্ষ্য রাখবেন না তাহলে আপনার জন্য ভালো হবে ঝাপসা ছবি স্পষ্ট করার অ্যাপ গুলো ব্যাবহার করা। কারন অ্যাপ গুলো দ্রুত কাজ করে থাকলেও ছবির ডিটেইলস ভালোভাবে ঠিক করতে পারেন। আর আপনি যদি চান আপনার ছবিটি বেশি স্পষ্ট ও প্রানবন্ত হবে তাহলে আপনি অ্যাপ গুলো ব্যাতীত অন্যান্য মাধ্যম ব্যাবহার করতে পারেন।

তবে আপনার জন্য সব চাইতে ভালো হবে যদি আপনি ফটোশপ ব্যাবহার করেন। কারন ফটোশপ এখন পর্যন্ত সবচাইতে জনপ্রিয় ও শক্তিশালী একটি একটি মাধ্যম ফটো এডিট করার জন্য। তবে আপনি চাইলে উপরের দেওয়া সকল মাধ্যম ব্যাবহার করতে পারেন। কেননা উপরের সকল মাধ্যম গুলো কার্যকারী। তাই আপনি উপরের দেওয়া যেকোনো মাধ্যম ব্যাবহার করতে পারেন। যার ফলে এর পরবর্তীতে আপনাকে আর ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায় এই প্রশ্ন মাথায় আনতে হবে না।

শেষ কথা-ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায়

ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায় এই নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং বেশ কয়েকটি অ্যাপ, সফটওয়্যার, ওয়েবসাইটের সাথে পরিচিত হয়েছি। আপনি যদি আপনার ঝাপসা ছবিটি সম্পূর্ন HD বা স্পষ্ট করতে চান তাহলে উপরের দেওয়া যেকোনো একটি মাধ্যম ব্যাবহার করতে পারেন। উপরে যেকল মাধ্যম দেওয়া হয়েছে তার সব গুলোতেই ঝাপসা ছবি স্পষ্ট করার নিয়ম একই। তাই আপনি একটি মাধ্যম যদি ধাপে ধাপে অনুসরন করেন তাহলে আর বাঁকি গুলো না পড়লেও হবে।

উপরের দেওয়া ওয়েবসাইট গুলোতে ঝাপসা ছবি স্পষ্ট করার জন্য প্রায় সব গুলোতেই ফেসবুক অথবা ইমেইল দিয়ে লগইন করতে হয়। তাই আপনি যখন লগইন করবেন তখন চেষ্টা করবেন একটি টেম্পুরারি ইমেইল ব্যাবহার করার। যদিও উপরের দেওয়া মাধ্যম গুলো নিরাপদ তবুও সতর্ক থাকা ভালো। আপনি উপরের দেওয়া যেকোনো মাধ্যম দিয়ে খুব সহজেই আপনার ঝাপসা ছবি ঝামেলা মুক্ত ভাবেই স্পষ্ট করতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

গ্লো আপ ফ্লো এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url