দিনে ৫০০ টাকা ইনকাম করার সেরা ২০টি apps
দিনে ৫০০ টাকা ইনকাম apps তো অনেক রয়েছে কিন্তু অনেকে সঠিক অ্যাপ না চেনার কারনে অনেক পরিশ্রম করে কাজ করে ঠিকই কিন্তু কাজ শেষে টাকা পায়না। তাই আজকে আমরা জানবো এমনই কিছু টাকা ইনকাম করার অ্যাপ সম্পর্কে যেগুলো প্রতিদিনের টাকা প্রতিদিন দিয়ে থাকে।
আজকে আমরা আপনাদের কাছে এমনি কিছু টাকা ইনকাম করার অ্যাপ'স সম্পর্কে জানাবো যেগুলো খেলে আপনি প্রতিদিন ধৈর্য সহকারে খেললে কম করে হলেও ৫০০ টাকা আয় করতে পারবেন। আজকে যে অ্যাপ গুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিবো তার থেকে ফ্রি তে গেম খেলে টাকা আয় করতে পারবেন।
সূচিপত্রঃ দিনে ৫০০ টাকা ইনকাম করার সেরা ১০টি apps
- দিনে ৫০০ টাকা ইনকাম apps
- বিকাশে গেম খেলে প্রতিদিন ৫০০ টাকা আয়
- ফ্রি ক্যাশ অ্যাপ থেকে প্রতিদিন ৫০০ টাকা আয়
- ডেইলি টাকা অ্যাপ থেকে প্রতিদিন ৫০০ টাকা আয়
- টেলিগ্রাম অ্যাপ দিয়ে টাকা ইনকাম
- ক্লিপ ক্যাশ অ্যাপ থেকে প্রতিদিন ৫০০ টাকা আয়
- নোট টাকা অ্যাপ থেকে প্রতিদিন ৫০০ টাকা আয়
- টাকা ইনকাম প্রো-তে প্রতিদিন ৫০০ টাকা আয়
- ফাইভার অ্যাপে প্রতিদিন ৫০০ টাকা আয়
- আপওয়ার্ক অ্যাপে প্রতিদিন ৫০০ টাকা আয়
- কে-ওয়ার্ক অ্যাপে প্রতিদিন ৫০০ টাকা আয়
- ফেসবুক থেকে প্রতিদিন ৫০০ টাকা আয়
- ইউটিউব থেকে প্রতিদিন ৫০০ টাকা আয়
- লিঙ্কডইন অ্যাপ থেকে ৫০০ টাকা আয়
- ফ্রিলান্সার থেকে প্রতিদিন ৫০০ টাকা আয়
- বাইনান্স থেকে প্রতিদিন ৫০০ টাকা আয়
- বাইবিট থেকে প্রতিদিন ৫০০ টাকা আয়
- বিটগেট থেকে থেকে প্রতিদিন ৫০০ টাকা আয়
- লুডু খেলে প্রতিদিন ৫০০ টাকা আয়
- গুগল অপিনিওন রিওয়ার্ড থেকে ৫০০ টাকা আয়
- লেখালেখি করে প্রতিদিন ৫০০ টাকা আয়
- শেষ কথা-দিনে ৫০০ টাকা ইনকাম apps
দিনে ৫০০ টাকা ইনকাম apps
দিনে ৫০০ টাকা ইনকাম apps অনেক রয়েছে কিন্তু অনেকে সঠিক অ্যাপ না জানার কারনে কাজ
করছে ঠিকই কিন্তু পেমেন্ট এর সময় প্রতারনার শিকার হচ্ছে। তাই আজকে আমরা এমন কিছু
অ্যাপ সম্পর্কে জানবো যেগুলোতে আপনি প্রতিদিন অল্প পরিমান কাজ করেই দৈনিক কম করে
হলেও ৫০০ টাকা আয় করতে পারবেন। এই সকল অ্যাপ গুগল প্লে স্টোরে থাকার কারনে
সম্পূর্ন নিরাপদ ও বিশ্বস্ত। গুগল প্লে স্টোরে থাকার কারনে আপনি নিশ্চিন্তে অ্যাপ
গুলোতে কাজ করতে পারেন। প্রতিদিন ৫০০ টাকা আয় করার মতো ২০ টি অ্যাপ নিচে দেওয়া
হলো ও কিভাবে কাজ করবেন তার বিস্তারিত আলোচনাও করা হবে।
- বিকাশ অ্যাপ
- Free Cash অ্যাপ
- Daily Taka অ্যাপ
- টেলিগ্রাম অ্যাপ
- Clip Cash অ্যাপ
- Note Taka অ্যাপ
- Taka Income Pro অ্যাপ
- Fiverr (ফাইভার)
- Upwork (আপওয়ার্ক)
- K work (কে-ওয়ার্ক)
- Facebook (ফেসবুক)
- YouTube (ইউটিউব)
- LinkedIn (লিঙ্কডইন)
- Freelancer (ফ্রিল্যান্সার)
- Binance (বাইনান্স)
- Bybit (বাইবিট)
- Bitget (বিটগেট)
- Ludu অ্যাপ
- google Opinion reward অ্যাপ
- Article Writing (আর্টিকেল রাইটিং)
উপরে দেওয়া অ্যাপ গুলোর কিছু গুগল ভেরিফাইড এবং কিছু অ্যাপ বিশ্বব্যাপি বহুল
জনপ্রিয় যা সারা বিশ্বের মানুষ তাদের আক্টিভ অথবা প্যাসিভ ইনকাম করার জন্য
ব্যাবহার করে আসছে। তাই বুঝতেই পারছেন উপরে দেওয়া অ্যাপ গুলো আপনার কাজের
বিনিময়ে ১০০% পেমেন্ট প্রদান করবে। এখন আমরা প্রতিদিন ৫০০ টাকা ইনকাম করার
অ্যাপ গুলোতে কিভাবে কাজ করবেন সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
বিকাশে গেম খেলে প্রতিদিন ৫০০ টাকা আয়
বিকাশে গেম খেলে প্রতিদিন ৫০০ টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন। বিকাশ হচ্ছে
বাংলাদেশের একটি জনপ্রিয় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (MFS)। এটি ব্রাক
ব্যাংকের এর একটি শাখা প্রতিষ্ঠান যা ২০১১ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি মোবাইল
ব্যাংকিং সেবা প্রদান করে থাকে। বিকাশে সম্প্রতি একটি গেমস নামক নতুন ফিচার
যোগ হয়েছে। যেটি খেলার মাধ্যমে আপনি ঘরে বসেই প্রতিদিন ৫০০ টাকা আয় করতে পারবেন।
বিকাশ এর মাধ্যমে গেম খেলে আপনি যদি টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম
বিকাশ অ্যাপে প্রবেশ করতে হবে। আপনার যদি বিকাশ অ্যাপ না থেকে তাহলে আপনি বিকাশ
এর মাধ্যমে গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন না। আপনার বিকাশ অ্যাপ খুলা না
থাকলে👉 এই লিংকে
প্রবেশ করে বিকাশ অ্যাপে রেজিস্ট্রেশন করলেই ৫০ টাকা বোনাস বা ৫০ টাকা ফ্রি তেই
পেয়ে যাবেন। বিকাশ অ্যাপে প্রবেশ করার পর একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে
স্ক্রল করলে দেখতে পাবেন লিখা আছে অন্যান্য সেবাসমূহ। অন্যান্য সেবাসমূহ এর মধ্য
গেমস নামক নতুন অপশনটি দেখতে পাবেন পাশে দেওয়া ছবের মতো। এখন আপনার কাজ হবে এই
গেমস অপশনের মধ্যে প্রবেশ করা।
উপরে দেখানো নিয়মে গেমস অপশনটিতে প্রবেশ করলে আপনি ডান পাশে দেখানো ছবির মতো অপশন
লক্ষ্য করবেন। এই মূহর্তে বিকাশ অ্যাপ তাদের গেম সেকশনে মাত্র ৫টি গেম দিয়ে
রেখেছে। আপনি চাইলে এই সকল গেমই খেলতে পারেন যা অনেক সহজ প্রকারের গেমস। তবে
আমাদের সাজেশন থাকবে যে কানেক্ট মার্জ গেমটি খেলার জন্য। কারন, এই গেমটিতে শুধু
রঙ অনুযায়ী ডট গুলো জুড়ে দিলেই খেলা জিতে যাবেন। এটি একটি সহজ গেম। আর আপনি যদি
অন্য কোনো গেমে পারদর্শি হয়ে থাকেন তাহলে সেগুলো খেলে দেখতে পারেন। সাধারণত বিকাশ
অ্যাপে গেমস খেলে টাকা আয় করার জন্য গেম অনুযায়ি ৪০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত
লাগতে পারে।
ফ্রি ক্যাশ অ্যাপ থেকে প্রতিদিন ৫০০ টাকা আয়
ফ্রি ক্যাশ অ্যাপ থেকে প্রতিদিন ৫০০ টাকা আয় করা সম্ভব। বাংলাদেশের মধ্যে ফ্রি তে
টাকা ইনকাম করার জন্য যেসকল অ্যাপ রয়েছে গুগল প্লে স্টোরে Free Cash App রয়েছে
তাদের শীর্ষে। গুগল প্লে স্টোরে ফ্রি ক্যাশ অ্যাপে রয়েছে ৫ এর মধ্যে ৪.৪ রেটিং
এবং অ্যাপটি ডাউনলোড করেছে ১ লক্ষ ৩৬ হাজার মানুষ। তাই বুঝতেই পারছেন আপটির
জনপ্রিয়তা কতটুকু। মজার বিষয় হচ্ছে আপনি মাত্র $৫ বা ৫০০ টাকার মতো হলে পেপাল,
ভিসা অথবা ক্রিপটো কারেন্সির মাধ্যমে টাকা উঠাতে পারবেন।
অ্যাপটি ডাউনলোড করার জন্য প্রথমে গুগল প্লে স্টোরে Free Cash App লিখে সার্চ
দিলে অ্যাপটি সার্চ রেজাল্টের সবার উপরের দিকে চলে আসবে। আপনি অ্যাপটি ডাউনলোড
করার পূর্বে লক্ষ্য করবেন অ্যাপের রেটিং ৪.৪ আছে কিনা। অ্যাপটি ডাউনলোড করার পর
আপনি একটি জিমেইল দিয়ে অ্যাপটিতে লগইন করে নিলেই পাশে দেখানোর মতো আপনারো
অ্যাপটির ড্যাশবোর্ড দেখতে পারবেন। আসুন এখন অ্যাপটির সাথে পরিচিত হয়েনি।
অ্যাপটির সবার উপরে আপনার ব্যালেন্স দেখতে পারবেন অ্যাপটির সবার নিচে মাই অফার এর
কাজ হলো যখন বিশেষ বিশেষ অফার আসবে তখন সেখানে আপনি সেই অফার দেখতে পারবেন। ক্যাশ
আউট অপশনে অর্থ বা আপনার জমা করা ডলার পেপাল, ভিসা অথবা ক্রিপটো কারেন্সির মতো
মাধ্যমে টাকা উঠাতে পারবেন। সবার শেষে রিওয়ার্ড অপশনে বিভিন্ন প্রকার পুরুষ্কার
দেওয়া হয়ে থাকে। অ্যাপটিতে কাজ করার জন্য আপনার যে অফারটি পছন্দ হয় সেটিতে ক্লিক
করে অল্প কিছু টাস্ক কমপ্লিট করলেই কাজটি শেষ হয়ে যাবে। দিনে অল্প কিছু সময় এই
কাজটি করতে পারেন।
ডেইলি টাকা অ্যাপ থেকে প্রতিদিন ৫০০ টাকা আয়
ডেইলি টাকা অ্যাপ থেকে প্রতিদিন ৫০০ টাকা আয় করা যায়। Daily Taka অ্যাপটি হচ্ছে
বাংলাদেশের টাকা ইনকামের অ্যাপ গুলোর মধ্যে জনপ্রিয় একটি অ্যাপ। Daily Taka
অ্যাপটি এখন পর্যন্ত ৫ লক্ষ এর বেশি মানুষ ডাউনলোড করেছে এবং গুগল প্লে স্টোরে
গড়ে ৪.৩ রেটিং প্রদান করেছে ৬ হাজার এর বেশি মানুষ। তাই বুঝতেই পারছেন অ্যাপটি
বাংলাদেশের মানুষের জন্য কতটা বিশ্বস্ত। এখন আমরা জানবো কিভাবে অ্যাপটি ডাউনলোড
করবেন এবং অ্যাকাউন্ট খুলে কাজ করবেন।
গুগল প্লে স্টোরে Daily Taka লিখে সার্চ দিলেই এই অ্যাপটি পেয়ে যাবেন।
অ্যাপটি ডাউনলোড করার পর আপনার নাম, মোবাইল নিম্বর, একটি সচল ইমেইল এবং পাসওয়ার্ড
দিলেই আপনার একটি নতুন অ্যাকাউন্ট খুলা হয়ে যাবে। আপনি অ্যাপটিতে ads দেখার
মাধ্যমে ইনকাম করতে পারবেন। নিচে দেওয়া লাল ঘরের মধ্যে যেকোন একটি ক্লক করে আপনি
ads দেখতে পারেন। ad দেখার জন্য আপনি যেকোন একটি VPN ডাউনলোড করে নিয়ে US অথবা UK
সিলেক্ট করলেই আপনি কাজ করতে পারবেন।
আপনি প্রতিবার ১১টি করে অ্যাড দেখতে পারবেন এবং আপনার প্রতি অ্যাড দেখার পর ১০০
থেকে ১২০টি পিংক ডাইমোন্ড দেওয়া হবে। প্রতি ৫০০টি ডাইমোন্ড এর পরিবর্তে ০.০১$ বা
বাংলাদেশি টাকায় ১ টাকা দেওয়া হবে। আপনার ৩০০ টাকা হলেই বিকাশ অথবা নগদ এর
মাধ্যমে টাকা উঠাতে পারবেন। আপনি চাইলে পেপাল বা ইন্টারনেশনাল কার্ড ব্যাবহার
করেও টাকা উঠাতে পারেন
টেলিগ্রাম অ্যাপ দিয়ে টাকা ইনকাম
টেলিগ্রামে সবচেয়ে বেশি ক্রিপ্টো ও এয়ারড্রপ প্রোগ্রাম করা হয়ে থাকে। আপনি চাইলে
বিভিন্ন ক্রিপ্টো ও এয়ারড্রপ প্রোগ্রামে অংশ গ্রহন করে কাজ করতে পারেন।
ক্রিপ্টো ও এয়ারড্রপ প্রোগ্রাম গুলোর কাজ অনেক সহজ হয়ে থাকে। এখানে শুধু আপনাকে
ছোট ছোট কাজ করতে হয় যেগুলো অনেক সহজ ও মাত্র কয়েক মিনিটের কাজ। এখানে মজার
ব্যাপার হচ্ছে কাজ গুলো সহজ হলে আর আপনি যদি সঠিক প্রোগ্রামে কাজ করতে পারেন
তাহলে ভালো পরিমান অর্থ উপার্জন করতে পারেন। তাছাড়াও টেলিগ্রাম ব্যাবহার করে আরো
অনেক ভাবে টাকা ইনকাম করা যায় সেই মাধ্যম গুলো দেওয়া হলো।
- বিভিন্ন চ্যানেল বা গ্রুপ তৈরি করে ইনকাম
- ব্র্যান্ড বা চ্যানেলের বিজ্ঞাপন এর মাধ্যমে ইনাকাম
- অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম
- বট ডেভেলপমেন্ট করে ইনকাম
- ইবুক, টেমপ্লেট, কোর্স বা সফটওয়্যার টেলিগ্রামের মাধ্যমে বিক্রি করে ইনকাম
- টেলিগ্রাম মার্কেটিং সার্ভিস বিক্রি করে ইনকাম
- ক্রিপ্টো ও এয়ারড্রপ প্রোগ্রাম তৈরি করে ইনকাম
উপরের দেওয়া সকল কিছুই টেলগ্রাম অ্যাপ ব্যাবহার করেই করা যায় এবং সঠিক নিয়ম ও
ধৈর্য সহকারে করলে অল্প সময়ে অনেক অর্থ উপার্জন করা যায়। আপনি যদি এই সেক্টরে
সফল হতে চান তাহলে আপনার উচিত হবে উপরের দেওয়া যেকোনো একটি মাধ্যমে বেছে নিয়ে
মনোযোগ ও ধৈয্য সহকারে কাজ করা তাহলেই আপনি এই মাধ্যম ব্যাবহার
করে টেলিগ্রাম অ্যাপ দিয়ে টাকা ইনকাম করতে পারবেন।
আরোও পড়ুনঃ দুবাই লটারি কিভাবে কিনবো তার সম্পূর্ন গাইড
ক্লিপ ক্যাশ অ্যাপ থেকে প্রতিদিন ৫০০ টাকা আয়
ক্লিপ ক্যাশ অ্যাপ থেকে প্রতিদিন ৫০০ টাকা আয় করতে শুধু প্রয়োজন একটু ধৈর্যের।
কারন, ClipCash অ্যাপটি এখন পর্যন্ত প্লে স্টোর থেকে ডাউনলোড করেছে ১০ লক্ষ এর
বেশি মানুষ এবং এই অ্যাপটি গুগল প্লে স্টোরে ৪.৩ এর রেটিং দিয়েছে ১২ হাজারেরও
বেশি মানুষ। তাই বুঝতেই পারছেন অ্যাপটি কতটা বিশ্বস্ত ও সুনামধন্য। ক্লিপ
ক্যাশ অ্যাপ থেকে প্রতিদিন ৫০০ টাকা আয় করার জন্য আপনাকে কোনো টাকা পয়সা খরচ করা
ছাড়ায় শুধু ছোট ছোট অ্যাড বা ভিডিও দেখতে হবে।
অ্যাপটি ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে Clip Clash লিখে সার্চ দিলে বামে
দেখানো ছবির মতো অ্যাপটি সার্চ লিস্টের সবার উপরে আসবে। অ্যাপটি ইন্সটল করে ইমেইল
ও আপনার পরিচয় দিয়ে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। অ্যাকাউন্ট খুলার পর শুধু
আপনাকে অ্যাড দেখতে হবে। আপনি যত বেশি অ্যাড দেখবেন আপনার ইনকাম ততো বেশি হবে।
তাই আপনি যদি প্রতিদিন ৫০০ টাকা বা তার বেশি টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে
সময় নিয়ে বেশি করে অ্যাড দেখতে হবে।
নোট টাকা অ্যাপ থেকে প্রতিদিন ৫০০ টাকা আয়
গুগল প্লে স্টোরে নোট টাকা বা Note Taka অ্যাপটি ডাউনলোড করেছে ১ লক্ষ এর বেশি
মানুষ এবং ৪.৮ রিভিও দিয়েছে ১৩ হাজারেরও বেশি মানুষ। অন্যান্য অ্যাপ গুলোর চাইতে
এই অ্যাপটে টাকা ইনকাম করার জন্য বেশ কিছু অন্য মাধ্যম যোগ করে দিয়েছে। তাই আপনার
যদি শুধু ভিডিও দেখতে বিরক্তিকর মনে হয়ে তাহলে আপনি অন্যান্য সেই মাধ্যম গুলো
ব্যাবহার করতে পারেন। অ্যাপটি ডাউনলোড করার জন্য গুগোল প্লে স্টোরে শুধু
Note Taka লিখে সার্চ দিলেই অ্যাপটি চলে আসবে।
- ভিডিও দেখে টাকা ইনকাম
- গনিতের কুইজ খেলে টাকা ইনকাম
- বাংলা কুইজ খেলে টাকা ইনকাম
- ইংরেজি কুইজ খেলে টাকা ইনকাম
- অন্যান্য কুইজ খেলে টাকা ইনকাম
- হুইল স্পিন করে টাকা ইনকাম
- কার্ড স্কার্চ করে টাকা ইনকাম
উপরের দেওয়া সকল মাধ্যমই ফ্রি হওয়ার কারনে আপনি চাইলে সব গুলোই কাজ করে দেখতে
পারেন। কাজ গুলো করতে সময় অনেক কম লাগে। আর কাজ করতে সমস্যা হলে ভিপিএন
ব্যাবহার করতে করবেন।
টাকা ইনকাম প্রো-তে প্রতিদিন ৫০০ টাকা আয়
টাকা ইনকাম প্রো হচ্ছে অন্যান্য সকল অ্যাপ এর মতো উচ্চ লেভেলের গুগোল প্লে
স্টোরের একটি ইনকাম অ্যাপ। টাকা ইনকাম প্রো অ্যাপটিতে রয়েছে ৫ লক্ষ এর বেশি
ডাউনলোড এবং ৪.২ এর রেটিং প্রদান করেছে ৪ হাজারেরও বেশি মানুষ। তাছাড়াও
অ্যাপটির রিভিও বেশি ভাগ মানুষ ভালো দিয়েছে। তাই বুঝতেই পারছেন দিনে ৫০০
টাকা ইনকাম apps এর মধ্যে এটি অন্যতম। তাই আপনি আপনার হাত খরচ চালানোর জন্য
অবসর সময় এই অ্যাপটি তে কাজ করতে পারেন।
অ্যাপটিতে কাজ করার জন্য অন্যান্য সকল অ্যাপের মতো করে একটি ফ্রি অ্যাকাউন্ট
খুলে নিবেন। তারপর আপনিও এই অ্যাপটিতে কাজ করতে পারবেন। এই অ্যাপটিতে আপনি কুইজ
খেলে টাকা ইনকাম করতে পারবেন। আপনি চাইলে কুইজ এর ধরন পরিবর্তন করতে পারেন।
যেমন, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, গনিত, ইসলামিক ইত্যাদি। মাত্র ৫০ টাকা হলে
আপনি বিকাশে পেমেন্ট নিতে পারবেন এবং ২০ টাকা হলে মোবাইল রিচার্জ করে নিতে
পারবেন।
ফাইভার অ্যাপে প্রতিদিন ৫০০ টাকা আয়
ফাইভার অ্যাপে প্রতিদিন ৫০০ টাকা আয় করা সম্ভব। এর জন্য প্রয়োজন কোনো একটি
বিষয়ে বিশেষ স্কিল, ধৈর্য এবং ধারাবাহিক পরিশ্রম। আপনার যদি এই বিশেষ গুন
গুলো থেকে থাকে তাহলে আপনিও ঘরে বসে প্রতিদিন ৫০০ টাকা বা $৫ ইনকাম করতে
পারবেন। ফাইভার হচ্ছে পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ফ্রিল্যান্সিং প্লাটফোর্ম
গুলোর মধ্যে ২য় তম অবস্থান করছে তাহলে বুঝতেই পারছেন আপনি যদি এখানে একবার
প্রতিষ্ঠিত হতে পারেন তাহলে আপনাকে আর দিনে ৫০০ টাকা ইনকাম apps খুঁজতে হবে না।
আপনার যদি ফাইভার (Fiverr) অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে 👉এই লিংকে ক্লিক
করে সহজেই ফাইভার অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। এখন আপনি যদি কোনো বিশেষ স্কিলে
পারদর্শি না হয়ে থাকেন তাহলে আজকে আমরা এমন কিছু স্কিল সম্পর্কে জানবো যেগুলো
মাত্র ১ ঘণ্টা বা তার কম সময়ে শিখে নেওয়া যায়। আর আপনি যদি দীর্ঘ মেয়াদি কাজ
করতে চান ফাইভারে তাহলে আমরা এমন কিছু স্কিল সম্পর্কে জানবো যেগুলো শিখলে দীর্ঘ
মিয়েদি কাজ করা যাবে।
সল্প মেয়াদি কাজ করার জন্য শিখতে পারেনঃ
- ছবির ব্যাক গ্রাউন্ড রিমুভ
- প্রিন্ট অফ ডিমান্ড ( টি-শার্ট, ব্যানার ইত্যাদি ডিজাইন)
- ইমেইল সংগ্রহ করা
- লেখালেখির কাজ করা
- শর্ট ভিডিও বানানো ইত্যাদি
দীর্ঘ মেয়াদি কাজ করার জন্য শিখতে পারেনঃ
- গ্রাফিক ডিজাইন
- ডিজিটাল মার্কেটিং
- ভিডিও এডিটিং
- ডাটা এন্ট্রি
- ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি
আপওয়ার্ক অ্যাপে প্রতিদিন ৫০০ টাকা আয়
আপওয়ার্ক হচ্ছে পৃথিবির সব থেকে বড় মার্কেটপ্লেস। এখানে আপনি যদি কিছু নিয়ম
মেনে ও কিছু স্ট্র্যাটেজি অনুসরণ করলেই প্রতিদিন কমপক্ষে ৫০০ টাকা আয় করা
সম্ভব। অনেকে মনে করে যে আপওয়ার্কে কাজ পাওয়া কঠিন। কথাটি সত্য কিন্তু যারা
নিয়ম মেনে ও ধৈর্য নিয়ে কাজ করে তাদের কাছে নিয়মিত আপওয়ার্কে কাজ পাওয়া একদন
সহজ একটি কাজ। আপনিও যদি আপওয়ার্কে কাজ করতে চান তাহলে ফাইবারে দেওয়া যে স্কিল
গুলোর কথা বলেচ্ছি সেগুলোর যেকোনো একটি ভালোভাবে শিখতে হবে। এখন আসুন জানি
আপওয়ার্কে কাজ পাওয়ার সহজ কিছু নিয়ম।
- প্রোফাইল সুন্দরভাবে সাজাতে হবে
- সহজ কাজ দিয়ে শুরু করা ভালো। (যেমনঃব্যাক গ্রাউন্ড রিমুভ )
- ছোট বাজেটের কাজগুল টার্গেট করা
- কভার লেটার তথ্যবহুল ও আকর্ষনীয় করা
- নিয়মিত কাজের জন্য বিড করা
- সব সময় অ্যাক্টিভ থাকা
- সব সময় ভালো রিভিউ পাওয়ার চেষ্টা করা ইত্যাদি
কে-ওয়ার্ক অ্যাপে প্রতিদিন ৫০০ টাকা আয়
কে-ওয়ার্ক (Kwork) হলো ফাইবার, আপওয়ার্কের মতো একটি জনপ্রিয় ফ্রিল্যান্স
মার্কেটপ্লেস। ফাইবার ও আপওয়ার্কের মতো বড় বড় মার্কেটপ্লেসে নতুনদের জন্য কাজ
পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়ায়। তাই নতুন ও অভিজ্ঞ ফ্রিল্যান্সাররা প্রথম
অবস্থায় কে-ওয়ার্কে লক্ষ্য করে কাজ করে থাকে। আপনি যদি ছোট কোনো স্কিল নিয়ে
দৈনিক ৫০০ টাকা ইনকাম করতে চান তাহলে কে-ওয়ার্ক হতে পারে আপনার জন্য ভালো
একটি অপশন। এখন আসুন জানি কিভাবে কে-ওয়ার্ক অ্যাপে প্রতিদিন ৫০০ টাকা আয়
করা যায়।
- আকর্ষণীয় প্রোফাইল ও পোর্টফোলিও তৈরি করতে হবে
- সহজ কাজ দিয়ে শুরু করা ভালো। (যেমনঃব্যাক গ্রাউন্ড রিমুভ )
- প্রথমে কম দামে ভালো সার্ভিস দেয়ার চেষ্টা করতে হবে
- ক্লায়েন্টকে সরাসরি কাজের অফার পাঠাতে পারেন
- ক্লায়েন্টকে সব সময় দ্রুত রিপ্লাই দিতে হবে
- ধৈর্য সহকারে প্রতিদিন অনলাইন থাকতে হবে
ফেসবুক থেকে প্রতিদিন ৫০০ টাকা আয়
ফেসবুক একটি সোশ্যাল মিডিয়া প্লাটফোর্ম। যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ
ভিজিট করে। অনেকে ফেসবুক শুধু বিনোদনের জাইগা ভেবে ভুল করে বসে। ফেসবুক শুধু
বিনোদনের জাইগা নয় বরং এই ফেসবুক ব্যাবহার করে বিভিন্ন মাধ্যমে মানুষ প্রতি
মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। তাই ফেসবুক ব্যাবহার করে আপনিও প্রতিদিন কম
করে হলেও ৫০০ টাকা রোজগার করবেন তার কিছু মাধ্যম নিচে তুলে ধরা হলো।
- অ্যাফিলিয়েট মার্কেটিং করে প্রতিদিন ৫০০ টাকা আয়
- ডিজিটাল প্রোডাক্ট বিক্রি যেমনঃ ই-বুক, ডিজাইন, টেমপ্লেট ইত্যাদি বিক্রি করে
- ফেসবুক পেজ মনিটাইজেশন করে ভিডিও ছাড়ার মাধ্যমে
- অনলাইন শপ খুলে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে
- ফ্রিল্যান্স বা অনলাইন কোর্স বিক্রি করেও আয় করা সম্ভব
ইউটিউব থেকে প্রতিদিন ৫০০ টাকা আয়
ইউটিউব একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট যেখানে প্রতিদিন কয়েক কোটি ভিউস হয়
শুধু মাত্র ইউটিউব রিলস থেকে। তাই বুঝতেই পারছেন আপনি যদি সঠিক পরিকল্পনা ও
উন্নত মানের ভিডিও যদি বানাতে পারেন তাহলে দিনে ৫০০ টাকা নয় বরং ৫০০০ টাকা আয়
করা সম্ভব। ইউটিউব থেকে আয় করার অনেক নিয়ম আছে যা রি আর্টিকেলে লিখে শেষ করা
যাবে না। তাই আমরা অতি সংক্ষেপে কয়েকটি মাধ্যম জানার চেষ্টা করবো কিভাবে
ইউটিউব থেকে আয় করা যায়।
- ইউটিউব মনিটাইজেশন করে আয় করা
- অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করা
- স্পন্সরশিপ করে আয় করা
- নিজের পণ্য বিক্রি করে আয় করা
- বিভিন্ন ওয়েবসাইটের রেফারেল লিংক আয় করা ইত্যাদি।
লিঙ্কডইন অ্যাপ থেকে ৫০০ টাকা আয়
এটা সত্য যে লিঙ্কডইন অ্যাপ থেকে শুরুর দিকে আয় করা একটু কষ্টকর। তবে
কিছু পদ্ধতি বা টেকনিক'স অনুসরন করে কাজ করলে অল্প দিনের মধ্যে ক্লায়েন্ট
পাওয়া সম্ভব। অন্যান্য প্লাটফোর্ম গুলোর মতো লিঙ্কডইনে ছোট কাজ আসে না।
তাই আপনি যদি কাজ পান তাহলে একসাথে অনেক গুলো কাজ পাবেন। তাই লিঙ্কডইন
থেকে কাজ পাওয়ার জন্য কিছু ছোট কিন্তু কার্যকরী টিপস জানা আমাদের উতিচ। নিচে
এমনই কিছু কার্যকরী টিপস দেওয়া হলো।
- ভালোমানের কন্টেন্ট তৈরি করা
- জনপ্রিয় পোস্ট গুলোতে লাইক ও কমেন্ট করা
- বিভিন্ন পারদর্শী মানুষদের ফলো করা
- তাদের কাজ ও পোস্ট ফোলো করা
- বিভিন্ন পারদর্শী মানুষদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলা
- বিভিন্ন জব অফার গুলোতে আবেদন করা
- আপনি যে স্কিল ভালো পারেন সেটি নিয়ে ভিডিও পাবলিশ করা
- আপনি চাইলে সেই ভিডিও গুলো বিক্রি করতে পারেন
- সব সময় লিঙ্কডইন এর নিয়মনীতি অনুসরন করা ইত্যাদি।
ফ্রিলান্সার থেকে প্রতিদিন ৫০০ টাকা আয়
ফ্রিলান্সার হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, কে-ওয়ার্ক ইত্যাদি ফ্রিল্যান্সিং
প্লাটফোর্মের মতো অন্যতম একটি প্লাটফোর্ম। ফ্রিলান্সার থেকে প্রতিদিন
লক্ষ লক্ষ মানুষ জন কাজ করে আসছে। যারা নতুন তারা প্রথম
অবস্থায় ফ্রিলান্সার এ কাজ করতে আসলে শুরুর দিকে কাজ পাওয়া অনেক কঠিন
হয়ে পড়বে। তাই আজকে আমরা এমন কিছু টিপস জানবো যেগুলো ব্যাবহার করে ও ধৈর্য
ধরে কাজ করলে প্রতিদিন অন্তত ৫$ বা ৫০০ টাকা ইনকাম করা সম্ভব। আসুন সেই টিপস
গুলো জানার চেষ্টা করি।
- যেকোনো একটি স্কিল ভালোভাবে শেখা
- একটি কমপ্লিট প্রফাইল তৈরি করতে হবে
- আপনার কাজের জন্য অল্প অর্থ নির্ধারন করতে হবে
- বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করতে হবে
- ক্লায়েন্টের কাজ ত্রুটি মুক্ত ভাবে করতে হবে
- ক্লায়েন্টের সাথে সু সম্পর্ক রাখতে হবে।
বাইনান্স থেকে প্রতিদিন ৫০০ টাকা আয়
বাইনান্স হচ্ছে সারা বিশ্বের সব চেয়ে বড় ক্রিপটো এক্সচেঞ্জ প্লাটফোর্ম।
যেখানে প্রতিদিন কোটি কোটি টাকার ক্রিপটো এক্সচেঞ্জ ও ক্রিপটো ট্রেডিং করা
হয়ে থাকে। আপনি যদি সঠিক কৌশল অবলম্বন করেন তাহলে কয়েক মিনিটে ৫০০ টাকা আয়
করে ফেলতে পারবেন। আর আপনি যদি কোনো পূর্ব পরিকল্পনা বা কৌশন অবলম্বন না
করেন তাহলে আপনি অনেক লোকশানের সম্পক্ষিন হতে পারেন। তাই আজকে আমরা কিছু ফ্রি
ও পেইড নিয়ম জানবো যেগুলো ব্যাবহার করে আমরা দিনে অন্তত ৫০০ টাকা ইনকাম করতে
পারবো।
বাইনান্স থেকে প্রতিদিন ৫০০ টাকা আয় করার জন্য আপনার প্রথমেই Binance অ্যাপ ও
একটি অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার অ্যাকাউন্ট না থেকে থাকলে এই 👉লিংকে চাপ
দিয়ে বাইনান্স অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন এবং সঠিক ভাবে ভেরিফাই করতে পালেই
আপনি ফ্রি তেই পেয়ে যাবেন ২০$ বা ২০০০ টাকা ট্রেডিং ফি বোনাস। আপনি এই বোনাস
দিয়ে পরবর্তিতে বিভিন্ন ট্রেডিং ফি দিতে পারবেন।
বাইনান্স থেকে টাকা ইনকামের ফ্রি মেথডঃ
- Red Packet Giveaway- এটি থেকে প্রতি সপ্তাহে অথবা মাসে ফ্রি ক্রিপটো ক্লেম করতে পারবেন
- ক্রিপ্টোকারেন্সি স্টেকিংয়ের মাধ্যমে ইনকাম করা যায়
- ক্রিপ্টোকারেন্সি জমা দিয়ে লিকুইডিটি প্রদান করার মাধ্যমে ইনকাম করা যায়
- বিভিন্ন এয়ারড্রোপে অংশ গ্রহন করে ফ্রি ক্রিপটো ইনকাম করা যায়
- বিভিন্ন ক্রিপটো টাস্ক সম্পুন্ন করে ইমকাম করা যায়
- রেফার করে ইনকাম করা যায়
বাইনান্স থেকে টাকা ইনকামের পেইড মেথডঃ
- বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির ক্রয় অথবা বিক্রয় করে আয়
- ফিউচার ট্রেডিং করে আয় করা যায়
- অপশন ট্রেডিং করে আয় করা যায়
- বিভিন্ন মানুষের কাছে থেকে সঠিক সিগন্যাল ক্রয় করে ইনকাম করা যায়
- ডিফাই (DeFi) প্ল্যাটফর্মে ইনভেস্ট করে ইনকাম করা যায়
আরো অনেক মাধ্যম রয়েছে যেগুলো আপনি অনুসরন করে টাকা ইনভেস্ট করে বাইনান্স
থেকে ইনকাম করা যায়। সতর্কবাত্রাঃ বাইনান্সে ফ্রি মাধ্যম গুলো
অনুসরন না করে পেইড মাধ্যম ব্যাবহার করে ইনকাম করতে চান তাহলে আপনাকে
বিনিয়োগ বা টাকা ইনভেস্ট করতে হতে পারে। ক্রিপটো কারেন্সি থেকে টাকা
ইনকামের কেউ ১০০% নিশ্চিয়তা নিতে পারেনা। তাই যদি টাকা ইনভেস্ট করে আয় করতে
চান তাহলে তা নিজ দায়িত্বে করুন।
বাইবিট থেকে প্রতিদিন ৫০০ টাকা আয়
বাইবিট হচ্ছে বাইনান্সের মতো একটি ক্রিপটো এক্সচেঞ্জ অ্যাপ। এখানেও আপনি
বাইনান্সের দেওয়া পদ্ধতি অনুসরন করে টাকা ইনকাম করতে পারেন। কিন্তু
বাইনান্সের মতো বাইবিটে ফিতে ক্রিপটো ইনকাম করার সুযোগ না থাকার কারনে আপনাকে
টাকা ইনভেস্ট করেই ইনকাম করতে হবে। আপনার যদি বাইবিট অ্যাকাউন্ট না থাকে
তাহলে এই 👉লিংকে চাপ
দিয়ে অ্যাকাউন্ট করে নিতে পারেন। বাইবিট থেকে প্রতিদিন ৫০০ টাকা আয় করার জন্য
কিছু কৌশল ও পদক্ষেপ নিচে আলোচনা করা হলো।
বাইবিটে ফ্রিতে ইনকাম করার জন্য আপনি বিভিন্ন এয়ারড্রপে অংশ গ্রহন করতে
পারেন। ক্রিপটো এয়াতড্রপ থেকে ভালো পরিমান টাকা একসাথে ইনকাম করা যায়। আর
আপনি যদি টাকা ইনভেস্ট করে ইনকাম করতে চান তাহলে বাইনান্সের দেওয়া পেইড মেথড
গুলো অনুসরন করতে পারেন। বাইনান্স ও বাইবিট মূলত একই কাজ করে শুধু এদের
প্রতিষ্ঠান আলাদা। সতর্কবাত্রাঃ উক্ত মাধ্যম ব্যাবহার করে
ইনকাম করতে চান তাহলে আপনাকে বিনিয়োগ বা টাকা ইনভেস্ট করতে হতে পারে। ক্রিপটো
কারেন্সি থেকে টাকা ইনকামের কেউ ১০০% নিশ্চিয়তা নিতে পারেনা। তাই যদি টাকা
ইনভেস্ট করে আয় করতে চান তাহলে তা নিজ দায়িত্বে করুন।
বিটগেট থেকে থেকে প্রতিদিন ৫০০ টাকা আয়
মূলত বিটগেট হলো বাইনান্স ও বাইবিট এর মতোই ক্রিপটো এক্সচেঞ্জ প্লাটফোর্ম।
বিটগেট থেকে টাকা ইনকাম করতে হলে আপনাকে অবশ্যই বাইনান্স ও বাইবিট এর
মতো করে সঠিক কৌশল অবলম্বন করতে হবে। তা না হলে আপনি টাকা ইনকামের
পরিবর্তে লোকাসানের সম্মুখিন হতে পারেন। তাই বিটগেট থেকে টাকা ইনকাম করতে হলে
কিছু নিয়ম, কৌশল ও মস্তিষ্ক ঠান্ডা রেখে কাজ করলেই সফলতা পাওয়া যাবে।
বিটগেটে টাকা ইনকাম করার জন্য আপনার একটি বিটগেট অ্যাকাউন্ট থাকা আবশ্যক।
আপিনার আচুউন্ত না থাকলে এই 👉
লিংকে চাপ
দিয়ে একটি ফ্রি অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। বিটগেট থেকে টাকা ইনকাম করার
জন্য বিভিন্ন প্রকারের ট্রড করতে হয়। যেমনঃ ডে ট্রেডিং, ফিউচার
ট্রেডিং ইত্যাদি ট্রেড নিতে হয়। তাছাড়াও বাইনান্স ও বাইবিট থেকে ইনকাম করার
পদ্ধতি ও বিটগেট থেকে ইনকাম করার পদ্ধতি একই। আপনি চাইলে বাইনান্স ও
বাইবিট থেকে ইনকাম করার পদ্ধতি অনুসরন করে বিটগেট থেকে ইনকাম করতে পারেন।
সতর্কবাত্রাঃ বাইনান্স, বাইবিট অথবা বিটগেট উপরের দেওয়া মাধ্যম
ব্যাবহার করে ইনকাম করতে চান তাহলে আপনাকে বিনিয়োগ বা টাকা ইনভেস্ট করতে হতে
পারে। ক্রিপটো কারেন্সি থেকে টাকা ইনকামের কেউ ১০০% নিশ্চিয়তা নিতে পারেনা।
তাই যদি টাকা ইনভেস্ট করে আয় করতে চান তাহলে তা নিজ দায়িত্বে করুন।
লুডু খেলে প্রতিদিন ৫০০ টাকা আয়
অনলাইনে অল্প কিছু ২০ থেকে ৫০ টাকা বিনিয়গ করে আপনার দক্ষতা অনুযায়ী লুডু
খেলে প্রতিদিন ৫০০ টাকা ইনকাম করতে পারবেন। তবে টাকা বিনিয়োগ করার পূর্বে
অবশ্যই সঠিক প্লাটফোর্ম দেখে ইনভেস্ট করবেন তা না হলে আপনার বিনিয়োগ কৃত টাকা
নাও পেতে পারেন। অনলাইনে অনেক প্রকার লুডু খেলে ইনকাম করার অ্যাপ রয়েছে তার
মধ্যে কিছু অ্যাপ নিচে তুলে ধরা হলো। তবে আপনি যেই অ্যাপ ব্যাবহার করে লুডু
খেলেন না কেন বিনিয়োগ করার পূর্বে অবশ্যই বিশ্বস্ত কিনা যাচাই করে নিবেন।
- Ludo Supreme
- MPL
- WinZO
- Ludo Empire
লুডু খেলে টাকা ইনকাম করার জন্য বিভিন্ন লুডু প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে
হবে। প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে সাধারণত ২০ টাকা থেকে ৫০ টাকা
ইন্ট্রি ফি নিয়ে থাকে। তারপর আপনি আপনার যোগ্যতা অনুযায়ী খেলে যদি জিততে
পারেন তাহলে বিজয়ী হিসেবে ১৫০ টাকা থেকে ২৫০ টাকা একটি ম্যাচ খেলেই জিততে
পারবেন। এছাড়াও আপনার সেই খেলা ভিডিও করে অথবা স্ট্রিমিং করে ফেসবুক ও
ইউটিউবের মাধ্যমেও টাকা ইনকাম করতে পারেন।
সতর্কবাত্রাঃ টাকা দিয়ে লুডু খেলা জুয়ার মধ্যে পড়ে যা ইসলামিক দৃষ্টিকোন
থেকে সম্পূর্ন হারাম। তাই আপনি আপনার ধর্মীয় দৃষ্টিকোন থেকে গেমটি খেলার
বৈধতা দিলে তবেই খেলার চেষ্টা করবেন। তাছাড়াও গেমটিতে অংশ গ্রহন করার জন্য
এন্ট্রি ফি হিসেবে টাকা নেওয়া হতে পারে। সেই টাকা ফেরতের নিশ্চিয়তা কেউ দেয়
না। তাই যখন বিনিয়োগ জাতীয় কর্মকান্ড করবেন তখন তা নিজ দায়িত্বে করবেন।
গুগল অপিনিওন রিওয়ার্ড থেকে ৫০০ টাকা আয়
গুগল অপিনিওন রিওয়ার্ড থেকে ৫০০ টাকা আয় করা একটু কঠিন। ইন্টারনেটে
যতগুলো দিনে ৫০০ টাকা ইনকাম apps রয়েছে তার মধ্যে সব চেয়ে বেশি জনপ্রিয়
ও কার্যকর হচ্ছে গুগল অপিনিওন রিওয়ার্ড অ্যাপ। গুগল অপিনিওন
রিওয়ার্ড অ্যাপটি গুগোল এর নিজেস্ব প্রোডাক্ট হওয়ার কারনে আপনি নিশ্চিন্ত
ভাবে কাজ করতে পারবেন এবং কাজ শেষে ১০০% আপনার টাকা পেয়ে যাবেন। তবে এটি সত্য
যে গুগল অপিনিওন রিওয়ার্ড অ্যাপ থেকে ৫০০ টাকা আয় করা অনেক কষ্টকর। তার
কারন হচ্ছে এটি একটি সার্ভে অ্যাপ। এখন আমরা কিভাবে গুগল অপিনিওন
রিওয়ার্ড অ্যাপ ব্যাবহার করে টাকা আয় করতে পারবো তা সম্পর্কে জানার চেষ্টা
করবো;
- প্রথমে গুগল প্লে স্টোর থেকে Google Opinion Rewards ইনস্টল করতে হবে
- ইমেইল অ্যাড্রেস ও কিছু তথ্য দিয়ে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে
- এরপর আপনার মোবাইল ফোনের লোকেশন অন করতে হবে
- বিভিন্ন সার্ভে আসলে তা সঠিক তথ্য দিয়ে পূরন করতে হবে
- প্রতিটি সার্ভেতে $০.১০ থেকে $১ বা ১০ টাকা থেকে ১০০ টাকা হয়ে থাকে
- বাংলাদেশ থেকে $১ রেভেনিউ পাওয়ার সম্ভাবনা অনেক কম
লেখালেখি করে প্রতিদিন ৫০০ টাকা আয়
আর্টিকেল রাইটিং বা লেখালেখির কাজ করে আপনি অনেক টাকা রোজগার করতে পারেন।
লেখালেখির কাজ শুরু করা অনেক সহজ। আপনার যদি একটি স্মার্ট ফোন বা কম্পিউটার
থেকে থাকে তাহলে আপনি কিছু নিয়ম কানুন অনুসরন করে লেখালেখির কাজ শুরু করে
দিতে পারেন। বাংলাদেশ সহ সারা বিশ্বে আর্টিকেল রাইটার এর চাহিদা অনেক থাকার
কারনে আপনিও এই কাজ করে প্রতিদিন একটি মাত্র আর্টিকেল লিখে সর্বোনিম্ন ৫০০
থেকে ১০০০ টাকা আয় করতে পারেন।
বিভিন্ন ক্লায়েন্টের জন্য লেখালেখি করার পাশাপাশি আপনি নিজের জন্যও আর্টিকেল
লিখে একটি ওয়েবসাইট খুলে সেখানে পাবলিশ করে একটি নির্দিষ্ট সময়ের পর গুগোল
অ্যাডস'সেন্স পেলে আপনিও লেখালেখি করে প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে
পারবেন। শুধু লেখালেখি করার জন্য আপনার প্রয়োজন ধৈর্য ও সেই সাথে লেখালেখির
ইচ্ছা। এই দুই জিনিস থাকলে বিভিন্ন ক্লায়েন্ট থেকে শুরু করে নিজের জন্য
আর্টিকেল লিখে মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন।
আরোও পড়ুনঃ বাংলা আর্টিকেল লিখার বেসিক নিয়ম
শেষ কথা-দিনে ৫০০ টাকা ইনকাম apps
দিনে ৫০০ টাকা ইনকাম apps অনেক রয়েছে কিন্তু সঠিক অ্যাপে কাজ না করে অন্যান্য
অ্যাপে কাজ করে মানুষ প্রতারনার শীকার হচ্ছে। বিশেষ করে অনেকে অনেক সময় কাজ
করার পরও তার কাঙ্খিত টাকা পায় না। ঠিক এই কারনেই আজকে আমরা টাকা ইনকাম করার
২০টি অ্যাপ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করিয়ে দিয়েছি। যার বেশির ভাগ হচ্ছে
ফ্রি। অর্থাৎ কোনো টাকা পয়সা খরচ করা ছাড়ায় আপনি ইনকাম করতে পারবেন। আবার সেই
সাথে কিছু অ্যাপ রয়েছে টাকা ইনভেস্ট করা। যেগুলোতে আপনি অল্প কিছু টাকা ইনভেস্ট
করে ইনকাম করতে পারবেন।
বলে রাখা ভালো যে ইসলামি দৃষ্টিকোন থেকে টাকা দিয়ে বিভিন্ন গেম খেলা বা টাকা
ইনভেস্ট করে তা ফিরে পাওয়ার নিশ্চয়তা না থাকলে তাকে জুয়া বলে আখ্যায়িত করা হয়।
যা সম্পূন্য হারাম। তাই উপরের দেওয়া কিছু পেইড বা টাকা ইনভেস্ট অ্যাপ আছে
যেগুলো আপনি আপনার নিজ দায়িত্বে ব্যাবহার করুন। তাছাড়াও অনলাইনে বিভিন্ন জাইগায়
ইনভেস্ট করার জন্য নিজ দায়িত্বে ইনভেস্ট করুন এবং প্রতারনা থেকে দূরে থাকুন।
আশা করি আজকে আমাদের এই ২০টি অ্যাপ এর মধ্যে কোনো একটি ব্যাবহার করে হলেও দিনে
৫০০ টাকা আয় করতে পারবেন।
গ্লো আপ ফ্লো এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url