পেনড্রাইভ ছাড়াই উইন্ডোজ ১০ সেটআপ দিন
পেনড্রাইভ ছাড়া উইন্ডোজ ১০ সেটআপ দেওয়া সম্ভব। মাইক্রোসফট এর অফিসিয়াল ওয়েবসাইট
থেকে ISO ফাইল ডাউনলোড করে খুব সহজে মাত্র ৩০ মিনিটের মধ্যে পেনড্রাইভ
ছাড়াই উইন্ডোজ ১০ সেটআপ দিতে পারবেন। এখন আমরা কিভাবে পেনড্রাইভ
ছাড়া উইন্ডোজ ১০ সেটআপ দিবেন সে সম্পর্কে বিস্তারিত জানবো।
আপনার কাছে যদি একটি পেনড্রাইভ বা ডিভিডি না থেকে থাকে এবং আপনার যদি
উইন্ডোজ ১০ সেটআপ দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনি নিশ্চিন্তে আমাদের দেওয়া নিয়ম
অনুসরন করে ঘরে বসে নিজে নিজেই আপনার উইন্ডোজ ১০ সেটআপ করে নিতে পারবেন।
সূচিপত্রঃ পেনড্রাইভ ছাড়া উইন্ডোজ ১০ সেটআপ দেওয়ার নিয়ম
- পেনড্রাইভ ছাড়া উইন্ডোজ ১০ সেটআপ
- উইন্ডোজ ১০ চালানোর জন্য সিস্টেমের প্রয়োজনীয়তা
- ISO ফাইল ডাউনলোড করার নিয়ম
- বুট ম্যানেজার ব্যবহার করে উইন্ডোজ ১০ সেটআপ করার নিয়ম
- হার্ড ড্রাইভ পার্টিশন ব্যবহার করে উইন্ডোজ ১০ সেটআপ করার নিয়ম
- নেটওয়ার্ক বা ক্লাউড ডাউনলোডের মাধ্যমে সেটআপ করার নিয়ম
- ফ্রিতে উইন্ডোজ অ্যাক্টিভ করার নিয়ম
- উইন্ডোজ ১০ সেটআপ দেওয়ার আগে যে বিষয় গুলো লক্ষণীয়
- উইন্ডোজ ১০ সেটআপ নিয়ে প্রশ্ন ও উত্তর (QNA)
- পরিশেষে - পেনড্রাইভ ছাড়া উইন্ডোজ ১০ সেটআপ
পেনড্রাইভ ছাড়া উইন্ডোজ ১০ সেটআপ
পেনড্রাইভ ছাড়া উইন্ডোজ ১০ সেটআপ দেওয়ার অন্যতম সহজ মাধ্যম হচ্ছে ISO
ফাইল এর মাধ্যমে উইন্ডোজ সেটআপ দেওয়া। ISO ফাইল এর মাধ্যমে উইন্ডোজ সেটআপ
দেওয়ার জন্য সবার প্রথমে আমাদের ISO ফাইল মাইক্রোসফট এর অফিসিয়াল
ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। কিভাবে মাইক্রোসফট এর অফিসিয়াল ISO
ফাইল ডাউনলোড করবেন তা নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে। চলুন ISO
ফাইল ডাউনলোড করার পরের ধাপগুলো জানি।
উল্লেখ্যঃ আপনার যদি WinRAR আপ্লিকেশনটি যদি না থাকে তাহলে আপনি শুধু
গুগলে সার্চ দিবেন WinRAR Download লিখে। এটি লিখে সার্চ দিয়ে প্রথমে যে
ওয়েবসাইট আসবে সেখানে প্রবেশ করে খুব সহজে ফ্রিতেই এই আপ্লিকেশনটি ডাউনলোড করে
নিতে পারবেন। উক্ত আপ্লিকেশনটি মাত্র ৩৬৪৭ KB বা ৩.৬ MB এর মতো হওয়ার
কারনে সকল পিসি বা ল্যাপটপে খুব সহজে ব্যাবহার করা যায়।
ISO ফাইলটি Extract করার পর আপনাদের সামনে ঠিক এই রকম একটি অপশন আসবে।
আপনি ফাইল Extract করার পূর্বে অবশ্যই একটি ফাঁকা ফোলডার বা ফাঁকা ড্রাইভ এ ISO
ফাইলটি এক্সট্রাক্ট করার চেষ্টা করবেন তাহলে আপনি খুব সহজেই এই অপশন গুলো খুঁজে
পাবেন। এবার উপরে দেখানো Setup অপশনটিতে মাউস দিয়ে দুইবার ক্লিক করতে হবে।
দুইবার ক্লিক করার পর নিচে দেখানো ছবির মতো একটি অপশন চলে আসবে। এখান থেকেই
আমাদের পরবর্তি কাজ গুলো করতে হবে।
এরপর উপরে দেখানো নিয়মে আগে লক্ষ্য রাখবেন যে বাম পাশের খালি ঘর টাই টিক চিহ্ন
দেওয়া আছে কিবা। এখানে টিক চিহ্ন বা সিলেক্ট করা না থাকলে সিলেক্ট করে নিবেন।
তা না হলে এর পরের ধাপগুলোতে যেতে পারবেন না। উক্ত খালি ঘর সিলেক্ট করা
হলে Next অপশনে ক্লিক করতে হবে। তাহলেই আমাদের কাজ প্রায় শেষ।
এর পরের ধাপে আপনার কম্পিটারে ঠিক এই রকম অপশন আসবে। এখানে দেখাবে Getting Updates অর্থাৎ আপনার কম্পিউটারে উইন্ডোজ ১০ ইন্সটল হওয়া শুরু হয়ে গেছে। এখানে আপনার সর্বোচ্চ ২০ থেকে ৩০ মিনিট সময় লাগতে পারে। কারন, এখানে প্রায় ৫ থেকে ৬ জিবির মতো ফাইল ডাউনলোড হয়ে থাকে। তাই এই প্রসেস শুরু করার আগে আপনার ইন্টারনেট সংযোগ চেক করে নিবেন এবং আপনি যদি ল্যাপটপ ব্যাবহার করেন তাহলে তা চার্জারের সাথে সংযুক্ত করে নিতে হবে। আপনার ইন্টারনেট স্পিড ভালো হলে এই প্রসেস আরো তাড়াতাড়ি সম্পূর্ন হয়ে যাবে।
এরপর সম্পূর্ন ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে আপনি নেক্সট করে দিবেন। তাহলেই এর
পরবর্তি ধাপে আপনি চলে যাবেন। এরপর আপনার সামনে যতবার Next আসবে আপনি ততবার
Next অপশনে ক্লিক করে দিবেন। তারপর শেষ পর্যায় আপনার সামনে Keep my all deta
এবং Do not keep my deta এই দুইটি অপশন আসবে। প্রথমটার কাজ হচ্ছে আপনার
কম্পিউটারের সকল তথ্য বা আপ্লিকেশন রেখে উইন্ডোজ ১০ সেটআপ করে দিবে এবং
দ্বিতীয়টার কাজ হচ্ছে আপনার কোনো তথ্য বা আপ্লিকেশন না রেখে একদন নতুনের মতো
করে আপনার উইন্ডোজ ১০ সিস্টেম চালু করবে।
আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেমে যদি কোনো ব্যাগ ফাইল বা Glitch থেকে থাকে
তাহলে আপনার জন্য ভালো হবে দ্বিতীয় অপশন বা Do not keep my deta এই অপশনটি
সিলেক্ট করা। তাহলে আপনার সিস্টেম একদম নতুনের মত চালু হয়ে যাবে এবং আগের যত
বাগ ফাইল বা গ্লিস ফাইল থেকে থাকলে তা অটোমেটিক বা স্বয়ংক্রিয় ভাবে
রিমুভ হয়ে যাবে।
উল্লেখ্য কিছু বিষয়ঃ
উইন্ডোজ ১০ সেটআপ দেওয়া বা উপরের এই টুকু প্রক্রিয়া আপনি সফলভাবে সম্পূর্ন করলে
আপনার কম্পিউটার বা ল্যাপটপ একাধিক বার স্বয়ংক্রিয়ভাবে রিস্টার্ড নেওয়া
শুরু করবে। এটি মূলত উইন্ডোজ দেওয়ার একটি সাধারণ প্রক্রিয়া। আপনি যে নিয়ম মেনেই
উইন্ডোজ দেন না কেন প্রতিবার এই মাধ্যম দিয়েই যেতে হবে। তাই ঘাবড়ে গিয়ে
কম্পিউটারের মেইন সুইস বন্ধ বা ল্যাপটপ অফ করা যাবেনা। একাধিকবার রিস্টার্ড
নেওয়ার পর স্বয়ংক্রিয় ভাবে আপনার উইন্ডোজ ১০ সেটআপ সম্পূর্ন হয়ে যাবে।
উইন্ডোজ ১০ চালানোর জন্য সিস্টেমের প্রয়োজনীয়তা
আমরা জানি যে আমাদের কম্পিউটার বা ল্যাপটপে যেকোনো প্রোগ্রাম বা সফটওয়্যার
চালানোর জন্য সি সফটওয়্যার এর নূন্যতম কিছু System requirement থেকে থাকে যা
আপনার কম্পিউটার বা ল্যাপটপের না থাকলে আপনি সেই সফটওয়্যার ব্যাবহার করতে
পারবেন না। ঠিক তেমনি উইন্ডোজ ১০ ব্যাবহারের জন্য
কিছু System requirement এর প্রয়োজন। যেগুলো আপনার কম্পিউটারের
সাথে না মিললে আপনি উইন্ডোজ ১০ ব্যাবহার করতে পারবেন না। আসুন সেই
নূন্যতম System requirement সম্পর্কে জানি।
- সর্বনিম্ন আপনার অপারেটিং সেস্টেম Windows 7 SP1 or Windows 8.1 হতে হবে।
- পিসি বা ল্যাপটপের প্রসেসর ১ গিগাহার্জ (1 GHz) বা এর চাইতে বেশি হলে ভালো।
- মেমোরি বা র্যাম সর্বনিম্ন ২ জিবি হতে হবে।
- HDD বা SSD সর্বনিম্ন ২০ জিবি ফাঁকা থাকতে হবে।
- গ্রাফিক'স কার্ড সর্বনিম্ন DirectX 9 এবং WDDM ১.০ ড্রাইভার থাকতে হবে।
- মনিটর বা ডিসপ্লে সর্বনিম্ন ৮০০ বাই ৬০০ হতে হবে।
ISO ফাইল ডাউনলোড করার নিয়ম
উপরের যে উইন্ডোজ ১০ সেটআপ দেওয়ার নিয়ম ধাপে ধাপে দেওয়া হয়েছে তা ISO
ফাইলের মাধ্যমে। তাই আমাদের জানতে হবে কিভাবে সঠিক নিয়মে ISO ফাইল
ডাউনলোড করতে হয়। ISO ফাইল ডাউনলোড করার জন্য আমাদের সর্বপ্রথম ISO
ফাইল ডাউনলোড লিখে গুগলে সার্চ দিতে হবে। সার্চ দিলে নিচে দেখানো ছবির মতো যে
ওয়েবসাইট আসবে সেখানে প্রবেশ করতে হবে।
এটিই মূলত মাইক্রোসফট এর অফিসিয়াল ওয়েবসাইট এবং এখান থেকেই আমাদের অরিজিনাল
ISO ফাইল ডাউনলোড করতে হবে। এইবার এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। মনে রাখবেন
এটি হচ্ছে মাইক্রোসফট এর অরিজিনাল ওয়েবসাইট এটি ব্যাতিত অন্য কোনো ওয়েবসাইট
থেকে ফাইলটি ডাউনলোড করবেন না এতে আপনার কম্পিউটারে ভাইরাস বা ম্যালওয়ার
জাতীয় সমস্যা দেখা দিতে পারে। তাই সব সময় মাইক্রোসফট এর অরিজিনাল
ওয়েবসাইট থেকে ISO ফাইল ডাউনলোড করবেন।
উক্ত ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনার সামনে Upgrade now এবং Download now এই
দুইটি অপশন আসবে আপনি এই দুইটির কোনোটি সিলেক্ট করবেন না। সর্বপ্রথম আপনি
আপনার ব্রাউজারের থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডট থেকে More Tools এবং এরপর
Developer Tools সিলেক্ট করতে হবে। আপনি চাইলে কিবোর্ড শর্টকার্ট Control +
Shift + C চাপ দিয়েও এখনে সরাসরি আস্তে পারেন।
পেজটি একবার রিফ্রেস করলে ঠিক উপরে দেখানোর মতো একটি ইনটারফেজ আসবে। এখন এখান
থেকে সবার উপরে Windows 10 (Multi edition IOS) সিলেক্ট করতে হবে। এর পর
ভাষা সিলেক্ট করতে হবে এখানে আমরা ল্যাঙ্গুয়েজ হিসেবে English International
সিলেক্ট করে নিবো। কেননা ইংলিশ ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপি ব্যাবহার করা হয়ে
থাকে। এরপর Conform বাটনে চাপ দিলেই আমাদের আমাদের গন্তব্যে পৌছে দিবে।
Conform করার পরে আপনার সামনে এই রকম দুইটি অপশন আসবে। এখানে আপনার কম্পিউটার
কত বিটের সেটি নির্ধারন করে উপরের যেকোনো একটি অপশন সিলেক্ট করতে হবে। আপনার
পিসি কত বিটের সেটি জানার জন্য About PC অপশনে গিয়ে সহজেই দেখতে পারেন। তবে
বর্তমান সময়ে বেশি ভাগ কম্পিউটার ৬৪ বিটের হয়ে থাকে। উল্লেখ্যঃ আপনি ভুল বিট
সিলেক্ট করে ডাউনলোড করে ইন্সটল করতে গেলে কাজ করবে না। তাই সঠিক অপশন সিলেক্ট
করে ডাউনলোড করতে হবে। এরপর এর উপর চাপ দিলেই ৬.৭ জিবির ISO ফাইল ডাউনলোড হওয়া
শুরু করবে।
এরপর আপনি উপরে দেওয়া নিয়ম অনুসরন করে খুব সহজে মাত্র ৩০ মিনিটে পেনড্রাইভ
ছাড়াই উইন্ডোজ ১০ সেটআপ দিয়ে দিতে পারবেন।
আরোও পড়ুনঃ দিনে ৫০০ টাকা ইনকাম করার সেরা ২০টি apps
বুট ম্যানেজার ব্যবহার করে উইন্ডোজ ১০ সেটআপ করার নিয়ম
আপনি চাইলে বুট ম্যানেজারের মাধ্যমে উইন্ডোজ ১০ সেটআপ করে নিতে
পারেন। বুট ম্যানেজারে ব্যাবহার করে আপনি কিভাবে উইন্ডোজ ১০ সেটআপ দিবেন
তার বিস্তারিত ধাপে ধাপে আলোচনা করা হলোঃ
প্রথমে আপনার বন্ধ কম্পিউটার চালু করার সময় Shift বাটন চেপে ধরতে হবে। অথবা,
কম্পিউটারের Settings থেকে Update & Security যেয়ে
তারপর Recovery চাপ দিয়ে Restart Now ক্লিক করতে হবে। উক্ত
প্রসেসটি সম্পূর্ন হলে আপনার কম্পিউটারটি একবার রিস্টার্ট নিবে এবং এর পর
আপনার সামনে একটি Troubleshoot নামে নতুন অপশন নিয়ে আসবে।
এবার Troubleshoot থেকে Advanced options এ যেয়ে Command
Prompt খুলতে হবে।
আপনি ISO ফাইল ডাউনলোড করে যেখানে রেখেছেন সেখানে যেতে হবে
এবং setup.exe চালু করতে হবে। এরপর আপনার C ড্রাইভ সিলেক্ট করে ফরমেট
করতে হবে এবং আপনার কাঙ্খিত উইন্ডোজ ১০ ইন্সটল করতে হবে। উল্লেখ্য যে উক্ত
প্রক্রিয়াটি একটু জটিল এবং আপনি যদি নতুন হয়ে থাকেন বা এর আগে কখনো উইন্ডোজ
সেটআপ না দিয়ে থাকে তাহলে বিশেষ প্রয়োজন ছাড়া এই প্রসেস নতুন অবস্থায়
ব্যাবহার না করাই ভালো। তবে আপনি চাইলে আমাদের নির্দেশনা অবল্বন করে এই
প্রসেসটি সম্পূর্ন করতে পারেন।
হার্ড ড্রাইভ পার্টিশন ব্যবহার করে উইন্ডোজ ১০ সেটআপ করার নিয়ম
হার্ড ড্রাইভ পার্টিশন ব্যবহার করে উইন্ডোজ ১০ সেটআপ করলে একটি সুবিধা হচ্ছে
আপনি চাইলে আপনার আগের ভার্সনের উইন্ডোজ এবং নতুন সেটআপ করা উইন্ডোজ ১০ দুটাই
ব্যাবহার করতে পারবেন। তবে এক্ষেত্রে অসুবিধা হচ্ছে আপনি যদি দুই ভার্সনই
ব্যাবহার করতে চান তাহলে আপনি C ড্রাইভ ফরমেট করতে পারবেন না।
কিভাবে হার্ড ড্রাইভ পার্টিশন তৈরি করে উইন্ডোজ ১০ সেটআপ দিবেন সে
সম্পর্কে সংক্ষেপে জানার চেষ্টা করি।
এর জন্য প্রথমে আপনাকে আপনার পিসির একটি হার্ড ড্রাইভে সর্বোচ্চ ২০ জিবির মতো
পার্টিশন বা আলাদা করে নিতে হবে। এরপর ISO ফাইল এক্সট্রাক্ট করে
সেই পার্টিশনের ভেতর রাখতে হবে। কিভাবে ISO ফাইল এক্সট্রাক্ট
করতে হয় সেটি আমরা ইতিমধ্যে জেনেছি উপরের টপিক'সে সেই একই উপায় অবল্বন
করে ফাইল এক্সট্রাক্ট করে নিতে হবে। এরপর আমাদের কমান্ড প্রমট (Command
Prompt) খুলতে হবে।
কমান্ড প্রমট খুলার জন্য উইন্ডোজ এর সার্চ অপশনে যেয়ে Command
Prompt লিখলেই অপশনটি চলে আসবে। এরপর এটি ওপেন করে নিতে হবে
এবং bootsect /nt60 C: /force /mbr # (আপনি যে পার্টিশনে
ISO ফাইলে রেখেছেন সেটি সিলেক্ট করুন। উদাহরন সরূপঃ D) এই কমান্ডটি হবুহু
পেস্ট করে ইন্টার বাটনে চাপ দিতে হবে। এরপর কম্পিউটার রিস্টার্ড করে উক্ত
পার্টিশন যেমন আমরা নাম রেখেছিলাম "D" সিলেক্ট করে উইন্ডোজ ১০ ইন্সটল করে
কিছু সেটআপ করলেই আপনার উইন্ডোজ ১০ সেটআপ সম্পূর্ন হয়ে যাবে।
নেটওয়ার্ক বা ক্লাউড ডাউনলোডের মাধ্যমে সেটআপ করার নিয়ম
ক্লাউড ডাউনলোডের মাধ্যমে উইন্ডোজ ১০ ইনস্টল করার জন্য ৪ থেকে ৫ জিবির মতো
ডেটা প্রয়োজন পড়বে। তাই আপনি যদি ওয়াইফাই ব্যাবহার না করেন তাহলে ৪ থেকে ৫
জিবি ডাটা রেখে নেটওয়ার্ক বা ক্লাউড ডাউনলোডের মাধ্যমে উইন্ডোজ ১০
সেটআপ দিতে বসতে হবে। এখানে একটি প্রয়োজনীয় বিষয় হচ্ছে আপনার
যদি Recovery Mode অ্যাক্সেস না থাকে তাহলে এই মাধ্যমে আপনি
উইন্ডোজ দিতে পারবেন না। তাই Recovery Mode অ্যাক্সেস থাকা
আবশ্যক।
প্রথমেই Recovery Mode চালু করতে হবে। Recovery Mode চালু করার জন্য আপনাকে
সেটিংসে যেতে হবে তারপর সেটিংস থেকে Update & Security তে যেতে হবে
এবং এরপর Recovery অপশনে ক্লিক দিতে হবে। এরপর আপনাকে Advanced
startup এ গিয়ে Restart now তে ক্লিক করতে হবে। রিস্টার্ড করার পরবর্তি
ধাপ গুলো নিচে দেওয়া হলোঃ
- পিসি রিস্টার্ড হওয়ার পর পরই বারবার F2/F8/F11 / Shift + F8 চাপ দিতে হবে (উক্ত বাটন আপনার পিসি বা ল্যাপটপের মডেল অনুযায়ী পরিবর্তিত হয়ে থাকে।)
- এরপর নতুন একটি স্ক্রিন আসবে এবং সেখান থেকে Troubleshoot অপশনে যেতে হবে।
- এরপর Reset this PC সিলেক্ট করতে হবে।
- Keep my files (ফাইল রাখতে চাইলে) বা Remove everything (ফাইল না রাখতে চাইলে) সিলেক্ট করতে হবে।
- এরপর Cloud Download সিলেক্ট করলে অটোমেটিক উইন্ডোজ ১০ ডাউনলোড হওয়া শুরু করবে।
- ডাউনলোড সম্পূর্ন হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে উইন্ডোজ ১০ ইনস্টল হয়ে পিসি রিস্টার্ড হয়ে যাবে।
- এরপর ল্যাঙ্গুয়েজ, অ্যাকাউন্ট ইত্যাদি সেটিংস করে নিলেই আপনার কাজ শেষ।
এইভাবেও পেনড্রাইভ ছাড়াই আপনি উইন্ডোজ ১০ সেটআপ দিন দিতে পারবেন। এই
পদ্ধতির সুবিধা হচ্ছে ISO ফাইল ডাউনলোড করা লাগেনা। আপনি চাইলে আপনার
সকল তথ্য বা ফাইল রেখে নতুন ভাবে সম্পূর্ন ফ্রেস উইন্ডোজ সেটআপ করতে
পারবেন। তবে এই পদ্ধতিতে উইন্ডোজ দেওয়ার আগে ইন্টারনেট সংযোগ ভালোভাবে চেক
করে নেওয়া উচিত।
ফ্রিতে উইন্ডোজ অ্যাক্টিভ করার নিয়ম
উইন্ডোজ ১০ অ্যাক্টিভেশনের জন্য প্রোডাক্ট কি এর প্রয়োজন হয়ে থাকে মাঝে মাঝে।
আমরা যে পদ্ধতি ব্যাবহার করে উইন্ডোজ সেটআপ করা দেখিয়েছি উপরে সেই মাধ্যম
ব্যাবহার করলে আপনার আলাদাভাবে ক্টিভেশনের জন্য প্রোডাক্ট কি বা উইন্ডোজ
অ্যাক্টিভ করার প্রয়োজন পড়বেনা। তবুও যদি কোনো দিন আপনার উইন্ডোজ ১০ ইন
- অ্যাক্টিভ দেখায় তাহলে কিভাবে তা বিনামূল্যে অ্যাক্টিভ করবেন সেই
পদ্ধতি নিচে দেওয়া হলো।
irm https://get.activated.win | iex
সর্বোপ্রথম আপনাকে উপরে দেওয়া কোডটি কপি করে নিতে হবে এবং আপনার Powershell
ওপেন করে নিতে হবে Run as administrator করে। তারপর আপনাকে এই কোডটি বসিয়ে
আপনার পিসির ইন্টার বাটন চাপ দিতে হবে। ইন্টার বাটন চাপ দিলে নিচে দেখানো
অপশনটি চলে আসবে। এবার এক (1) সিলেক্ট করে ইন্টার দিয়ে দিতে হবে। এরপর আপনার
পিসি রিস্টার্ড করলেই আপনার উইন্ডোজ ১০ পার্মানেন্ট অ্যাক্টিভ হয়ে যাবে।
উইন্ডোজ ১০ সেটআপ দেওয়ার আগে যে বিষয় গুলো লক্ষণীয়
উইন্ডোজ ১০ সেটআপ দেওয়ার আগে কিছু বিষয় আছে যেগুলো আপনার লক্ষ্য রাখা উচিত।
তা না হলে যে ৩০ মিনিটের মধ্যে উইন্ডোজ ১০ সেটআপ হয়ে যেতো সেই একই পদ্ধতি
আপনি ২ থেকে ৩ ঘন্টা সময় অপচয় করেও কাজটি সম্পূর্ন করতে পারবেন না। এখন আসুন
আমরা এমনই কিছু লক্ষনীয় বিষয় সম্পর্কে জানার চেষ্টা করি।
প্রয়োজনীয় তথ্য ও ফাইল আগে থেকে ব্যাকআপ নিয়ে নিতে হবে। কারন উইন্ডোজ ইন্সটল
করার সময় আগের সকল ফাইল রিমুভ হয়ে যাবে। আর আপনি যদি Keep all File সিলেক্ট
করে থাকেন তাহলে ফাইল ব্যাকআপ না নিলেও চলবে। আপনার ইন্টারনেট সংযোগ ঠিক আছে
কিনা তা ভালোভাবে চেক করে নিতে হবে। সেই সাথে ল্যাপটপে উইন্ডোজ ইন্সটল করতে
গেলে অবশ্যই চার্জার লাগিয়ে নিবেন তানা হলে মাঝপথে ল্যাপটপ অফ হয়ে গেলে আবার
শুরু থেকে ইন্সটল করতে হবে।
উইন্ডোজ ১০ আপনার পিসি বা ল্যাপটপে সেটআপ করার আগে উইন্ডোজ ১০ এর
নূন্যতম সিস্টেম রিকোয়ারমেন্ট চেক করে নিতে হবে। যদি
নূন্যতম সিস্টেম রিকোয়ারমেন্ট আপনার সিস্টেমের সাথে মিলে যায় শুধুমাত্র
তাহলেই আপনি উইন্ডোজ ১০ ব্যাবহার করতে পারবেন। নিচে উইন্ডোজ ১০ এর সর্বনিম্ন
ও উন্নত পারফরম্যান্সের সিস্টেম রিকোয়ারমেন্ট দেওয়া হলোঃ
হার্ডওয়্যার | ন্যূনতম | উন্নত পারফরম্যান্সের জন্য |
---|---|---|
প্রসেসর | ১ GHz বা তার বেশি | Intel i3/i5 বা AMD Ryzen 3+ |
র্যাম | ১ GHz বা তার বেশি | ৮ GB বা তার বেশি |
স্টোরেজ | ২০ জিবি HDD | ৫০ GB বা বেশি (SSD রিকোমেন্ডেড) |
গ্রাফিক্স | DirectX 9 বা এর বেশি | DirectX 12 + গ্রাফিক্স কার্ড |
ডিসপ্লে | ৮০০×৬০০ রেজুলেশন | ফুল HD (1920×1080) |
উইন্ডোজ ১০ সেটআপ নিয়ে প্রশ্ন ও উত্তর (QNA)
প্রশ্নঃ উইন্ডোজ ১০ একটিভ করার জন্য লাইসেন্স কী ব্যবহার করতে হবে?
উত্তরঃ আমাদের মাধ্যম ব্যাবহার করে উইন্ডোজ ১০ সেটআপ দিলে একটিভ কী লাগবে না। তবুও যদি একটিভ কী দরকার হয় তাহলে উপরে কিভাবে ফ্রি তে উইন্ডোজ ১০ একটিভ করবেন তা বিস্তারিত দেওয়া আছে।
প্রশ্নঃ উইন্ডোজ ১০ সেটআপ দিলে পুরোনো ফাইল ডিলিট হয়ে যায় কি?
উত্তরঃ উইন্ডোজ ১০ দুই ভাবে সেটআপ করা যায়। আপনি চাইলে আপনার সকল তথ্য ও ফাইলে রেখে নতুনভাবে উইন্ডোজ ১০ সেটআপ করতে পারেন আবার আপনি চাইলে আপনার পুরানো তথ্য বা ফাইল ডিলিট করেও উইন্ডোজ ১০ সেটআপ দিতে পারেন।
প্রশ্নঃ উইন্ডোজ ১০ সেটআপ এর সময় No Drivers Found আসলে করনীয় কি?
উত্তরঃ BIOS-এ গিয়ে সাটা মোড AHCI তে পরিবর্তন করে দেখতে পারেন। তাছাড়াও ড্রাইভারের সমস্যার জন্যও এটি হতে পারে তাই ড্রাইভার পরিবর্তন করেও দেখতে পারেন।
প্রশ্নঃ উইন্ডোজ ১০ সেটআপ করার পর WiFi অথবা Sound কাজ না করলে করনীয় কি?
উত্তরঃ Device Manager থেকে মিসিং ড্রাইভার আপডেট করে দেখতে পারেন যে সমস্যাটির সমাধান হচ্ছে কিনা। এরপর ড্রাইভার আপডেট করলে আশা করা যায় সমস্যাটির সমাধান হয়ে যাবে।
প্রশ্নঃ উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বন্ধ হওয়ার কারন ও সমস্যার সমাধান কি?
উত্তরঃ এই সমস্যার কারন হতে পারে নেটওয়ার্ক সেটিংস, ড্রাইভারের সমস্যা, পাওয়ারের সমস্যা ইত্যাদি। এই সম্পর্কে আমাদের একটি বিস্তারিত সমাধান দেওয়া আছে আপনি চাইলে এই লিংকে ক্লিক করে পড়ে আসতে পারেন।
প্রশ্নঃ উইন্ডোজ ১০ ইনস্টল করতে কত সময় লাগে?
উত্তরঃ আপনার সিস্টেমের উপর নির্ভর করে ৩০ মিনিট থেকে ১ ঘন্টা সময় লাগতে পারে।
পরিশেষে - পেনড্রাইভ ছাড়া উইন্ডোজ ১০ সেটআপ
পেনড্রাইভ ছাড়া উইন্ডোজ ১০ সেটআপ করা আমরা যতটা ঝামেলার মনে করি আসলে এই মাধ্যমে উইন্ডোজ সেটআপ করা অতটাও ঝামেলার নয়। আপনি যদি এর আগে কখনো উইন্ডোজ সেটআপ না দিয়েও থাকেন তবুও আমাদের আজকের এই নির্দেশনা অনুযায়ি কাজ করলে আশা করা যায় আপনিও খুব সহজেই পেনড্রাইভ ছাড়াই উইন্ডোজ ১০ সেটআপ দিতে পারবেন।
তবে পেনড্রাইভ ব্যাতিত উইন্ডোজ সেটআপ দেওয়ার জন্য আপনার জন্য আজকের দেওয়া মাধ্যম গুলোর মধ্যে সব চাইতে সেরা উপায় হচ্ছে ISO ফাইলের মাধ্যমে উইন্ডোজ সেটআপ করা। কারন, এই মাধ্যম অন্যান্য সকল মাধ্যমের চাইতে সহজ ও যারা কোনো দিন উইন্ডোজ সেটআপ করেনি তারাও খুব সহজেই উইন্ডোজ সেটআপ করে নিতে পারবে। তবে আমরা যে মাধ্যমগুলো তুলে ধরেছি তা সব গুলোই কার্যকর। আপনি চাইলে সেগুলো ব্যাবহার করেও উইন্ডোজ ১০ সেটআপ দিয়ে দিতে পারবেন।
গ্লো আপ ফ্লো এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url