সাধারন শর্তাবলী সমুহ

গ্লো আপ ফ্লো ওয়েবসাইটে আপনাকে স্বাগতম ।  গ্লো আপ ফ্লো-তে মূলত  বিভিন্ন ক্যাটাগরির তথ্য বহুল আর্টিকেল লিখা হয়ে থাকে । আমাদের ওয়েবসাইট ব্যাবহারের পূর্বে অনুগ্রহ পূর্বক নিন্মের সাধারন শর্তাবলী সুমহ পড়ুন এবং আমাদের এই ওয়েবসাইট ব্যাবহার করতে হলে আপনাকে অবশ্যয় নিম্ন লিখিত সাধারন শর্তাবলী সুমহের সাথে একমত প্রকাশ করতে হবে এবং সম্মত হতে হবে ।

সাধারন শর্তাবলী সমুহ ঃ

  • আমাদের ওয়েবসাইটের সকল লিখালেখি,ছবি এবং অনান্য সকল উপাদান সমুহ শুধু মাত্র তথ্য প্রদানের জন্য লিখা হয়ে থাকে । বাস্তব জীবনে কোনো কিছু প্রয়োগের পূর্বে অবশ্যয়  বিশেষজ্ঞ এর কাছে থেকে পরামর্শ গ্রহন করবেন, ইন্টারনেটে কোনো কিছু দেখা তা বাস্তব জীবনে প্রয়োগ করা বাস্তব সম্মত নয় এবং তা আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রেও প্রযেজ্য।
  •  গ্লো আপ ফ্লো কতৃক যেকোনো সময় সাধারন শর্তাবলী পরিবর্তন করা হতে পারে । সে ক্ষেত্রে এই ওয়েবসাইট ব্যাবহার করতে হলে উক্ত সাধারন শর্তাবলী মেনে ব্যাবহার করতে হবে । 
  • আমাদের ওয়েবসাইট ব্যাবহারকারীদের উচিত আমাদের সকল তথ্য শুধু মাত্র জানা ও অবানিজ্যিক ক্ষেতে ব্যাবহার করা ।


সাধারন কপিরাইট নীতিমালা সমুহ ঃ 

  • গ্লো আপ ফ্লো ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা,ছিবি,ভিডিও অথবা অন্যান্য ডকুমেন্ট  গ্লো আপ ফ্লো-এর নিজেস্ব বা অনুমদিত কপিরাইটের অর্ন্তভূক্ত ।
  • আমাদের কোনো কন্টেন্ট যেমনঃ লিখালিখি,ছিবি,ভিডিও ইত্যাদি আমাদের অনুমতি ব্যাতীত ব্যাবহার করা যাবে না । 

ওয়েবসাইট ব্যাবহারকারীদের দায়িত্ব ঃ

  • ওয়েবসাইট ব্যাবহারকারীরা কোনো পোস্টে বা যোগাযোগ পেজে মন্তব্য করার সময় শালীনতা বজায় রাখবেন এবং কোনো প্রকার অশালীন,আপত্তিকর, অবৈধ বা হিংসাত্মক কমেন্ট করা থেকে ব্যাতীত থাকবেন ।
  • ওয়েবসাইটের কমেন্ট বক্সে অথবা অন্য কোনো মাধ্যমে ক্ষতিকর সফটওয়্যার অথবা ভাইরাস ছড়ানো থেকে বিরত থাকবেন ।
  • ওয়েবসাইটের কোনো নীতিমালা লঙ্ঘন করা হলে ব্যাবহারকারীদের সীমিত বা বন্ধ করে দেওয়া হবে ।
  • আমাদের ওয়েবসাইটে যদি তৃতীয় পক্ষের কোনো লিংক লক্ষ করেন তাহলে তা এড়িয়ে চলবেন অথবা নিজ দায়িত্বে ব্যাবহার করবেন । এক্ষেত্রে কতৃপক্ষ দায়ভার গ্রহন করবে না ।
যদি আমদের ওয়েবসাইটের কোনো শর্তাবলী অবৈধ্য অথবা অকার্য্যকর মনে হয় তাহলে নিচে দেওয়া যোগাযোগ মাধ্যম ব্যাবহার করে আমাদের জানাতে পারেন । আপনার মতামতের সাথে কতৃপক্ষ একমত হলে তা পরিবর্তন করা হবে ।



সাধারন শর্তাবলী সমুহ
সর্বশেষ আপডেট ঃ ৩/০২/২০২৫
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

গ্লো আপ ফ্লো এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url